প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। আমরা আরো এগিয়ে যাব। সেটা মাথায় রেখেই আমরা আমাদের সব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করছি। নারীদের সঙ্গে নিয়েই আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাব।’
গতকাল রবিবার এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের (এইউডাব্লিউ) কাউন্সিল অব প্যাট্রনসের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে এমন শিক্ষাক্রম প্রণয়ন করতে বলেন যা শিক্ষার্থীদের উদ্যোক্তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন, ‘শুধু সাধারণ শিক্ষা নয়, এমন শিক্ষা প্রদান করুন যা তাদের দক্ষ করে তুলবে, বেকার তৈরি করবে না।’
বৈঠকে আফগানিস্তান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে নারীশিক্ষা অপরিহার্য। বর্তমান আফগান সরকার জোর করে নারীশিক্ষা বন্ধ করে দিচ্ছে। ইসলামের নামে নারীদের শিক্ষা বন্ধ করার কোনো সুযোগ নেই।
আরো পড়ুন : আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা