৩০০ ফিট সড়কে কয়েক লাখ টাকা জরিমানাসহ ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা

আইন-আদালত ওকে নিউজ স্পেশাল তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

রাজধানীর ৩০০ ফিট সড়কে যৌথ বাহিনীর অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।

শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ১ নভেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে উত্তরা আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ ৩০০ ফিট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।

এছাড়া চারটি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে আইএসপিআর।

অঅরো পড়ুন : অন্তরে আল্লাহর প্রতি শ্রদ্ধাবোধ তৈরির কিছু বিষয়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *