গোবিন্দগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা নেওয়া ১৬ শিক্ষার্থী অসুস্থ \ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা নেওয়া ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অসুস্থ হয়ে পরা সবাই উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডাঃ নুরুল হক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী। তবে ডাক্তার বলছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় নয় তারা ভয়েই অসুস্থ হয়েছে।
৩০ অক্টোবর বুধবার ওই বিদ্যালয়ে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী টিকা প্রদান কর্যক্রম চলছিল। হাসপাতালের দায়িয়ত্বরত চিকিৎসক ছাত্রীদের টিকা প্রদান করেন। বেলা দেড়টার দিকে বেশ কয়েক জন শিক্ষার্থী টিকা নেওয়ার পর শ^াসষ্ঠসহ বিভিন্ন ধরনের অসুস্থতা বোধ করে। হঠাৎ ১৫ থেকে ১৬ জন ছাত্রী বেশি অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীরা জানায় টিকা নেয়া পরেই তারা পেট ব্যাথা শ^াসষ্ঠসহ সহ নানা উপসর্র্গ দেখা দেয়।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জায়েদ জামান জিতি বলেন ছাত্রীরা ভয় ও আতংকে অসুস্থ হয়েছে। বড় কোন সমস্যা নেই। টিকা নেওয়ার কারনে তাদের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। ভর্তির আদা ঘন্টার মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে জান বলে জানিয়েছেন তিনি।
গোবিন্দগঞ্জে আ¤øীয় মৃত্তিকা ব্যবস্থাপনায় চুন প্রযুক্তি ব্যবহার, মাটি পরিক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আ¤øীয় মৃত্তিকা ব্যবস্থাপনায় চুন প্রযুক্তি ব্যবহার,মাটি পরিক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ এবং সার অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বুধবার উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হল রুমে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে প্রশিক্ষণে উপজেলার ২৫ জন কৃষক অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খোরশেদ আলম। সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আরিফুন্নাহার। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। প্রশিক্ষণ প্রদান করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গাইবান্ধা আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তৌফিকা তাহেরী।
ফারুক হোসেন,
গাইবান্ধা।
আরো পড়ুন : আইন সংশোধনে বাধা দিচ্ছে বিএটিবি এবং জেটিআই তামাক কোম্পানি