৩১ ডিসেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

৩১ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৫তম (অধিবর্ষে ৩৬৬তম) দিন। এটি সেন্ট সিলভেস্টার’স ডে,[] নববর্ষের প্রাক্কালে বা পুরানো বছরের শেষ দিবস/রাত্রি নামেও পরিচিত যার পরের দিনটি হল নববর্ষের দিন। এটি বছরের শেষ দিন; পরের দিন ১ জানুয়ারি, যা পরের বছরের প্রথম দিন। একই সাথে এটি বছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকের শেষ দিন। আজ আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান), নভি গড ইভ (রাশিয়া), অমিসোকা (জাপান), খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা), ব্যাংক হলিডে (বাংলাদেশ) । তাছাড়াও আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ২৮টি ঘটনা উল্লেখ্যযোগ্য, আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে তার মধ্যে জন্মেছেন ২৫ জন আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ১২ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

ঘটনাবলী

প্রাক ১৬০০

৪০৬ – ভ্যান্ডাল, অ্যালান্স এবং সুয়েবিয়ানরা রাইন নদী পার হয়ে গল আক্রমণ শুরু করে।[]

১৬০০ – ১৯০০

১৬০০ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।[]

১৮০২ – পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।

১৮২৭ – ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।

১৮৩১ – কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।

১৯০১ – বর্তমান

১৯০৬ – চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেফতার হয়ে নিহত হন।

১৯১৬ – রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।

১৯২৫ – রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।

১৯২৯ – জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।

১৯৪২ – স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।

১৯৪৮ – কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।

১৯৫৫ – যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী রোসা পার্ক বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।

১৯৫৯ – একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।

১৯৮৩ – AT&T বেল সিস্টেম যুক্তরাষ্ট্র সরকার ভেঙে দেয়।

১৯৮৭ – চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সঙ্গে সমাপ্ত হয় ।

১৯৮৮ – পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।

১৯৮৯ – সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আজারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সঙ্গে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।

১৯৯০ – ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে বৃটেনফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।

১৯৯৩ – হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।

১৯৯৬ – ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ – আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।

১৯৯৯ – রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।

২০০০ – বিংশ শতাব্দী এবং ২য় সহস্রাব্দের শেষ দিন ।

২০০২ – জার্মানীতে প্রথম দ্রুতগামী ম্যাগনেটিক ট্রেনের যাত্রা।

২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।

২০২০ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি COVID-১৯ ভ্যাকসিনের জন্য তার প্রথম জরুরি ব্যবহারের বৈধতা জারি করে।

২০২২ – বিসিসি বাংলার রেডিওর দীর্ঘ ৮১ বছরের সম্প্রচার বন্ধ হয় সংবাদ ও সাময়িক প্রসঙ্গের দুটি অনুষ্ঠান ‘প্রবাহ’ও ‘পরিক্রমা’ দ্বারা।[]

জন্মদিন

প্রাক ১৬০০

৬৯৫ – মুহাম্মাদ বিন কাসিম, উমাইয়া সেনাপতি

১৩৭৮ – তৃতীয় পোপ ক্যালিক্সটাস

১৪৯১জাক কার্তিয়ে, ফরাসি অভিযাত্রিক, কানাডার অন্যতম আবিষ্কারক।

১৪৯৩ – এলিওনোরা গনজাগা, ডাচেস অফ আরবিনো

১৫০৪ – পর্তুগালের রাজকন্যা, ডাচেস অফ স্যাভয়

১৫১৪ – প্রখ্যাত চিকিৎসক এবং এ্যানাটমিস্ট ড: এন্ড্রিয়াস ভেসালিয়াস।

১৬০০ – ১৯০০

১৭৩৮লর্ড চার্লস কর্নওয়ালিস, ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল। (মৃ.০৫/১০/১৮০৫)

১৮৩০ – আলেকজান্ডার স্মিথ (কবি), স্কটিশ কবি

১৮৩০ – মিশরের শাসনকর্তা ইসমাইল পাশা।

১৮৬৯অঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী।(মৃ.০৩/১১/১৯৫৪)

১৮৭৫ – প্রাচ্যবিদ আর্থার ক্রিস্টেসেন।

১৮৮০জর্জ মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ।

১৮৮৮বেণীমাধব বড়ুয়া, বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক। (মৃ.২৩/০৩/১৯৪৮)

১৯০১ – বর্তমান

১৯১১ – ড. মোহম্মদ ইব্রাহিম, বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী।

১৯১৮আজিজুর রহমান মল্লিক, বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক।

১৯৩৪অমলেন্দু চক্রবর্তী, প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং প্রাবন্ধিক। (মৃ.১৫/০৬/২০০৯)

১৯৩৭আব্রাহাম হেরশক্, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণরসায়নবিদ।

১৯৩৮ – কনিষ্ক সেন, খ্যাতনামা ভারতীয় বাঙালি আলোকসম্পাত শিল্পী। (মৃ.২০২১)

১৯৩৮ – আল-কামাল আবদুল ওহাব, বাংলাদেশি শিশুসাহিত্যিক, ছড়াকার, নাট্যকার, গীতিকার ও সাহিত্য অনুবাদক।

১৯৪০পার্থ ঘোষ, ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী।(মৃ.২০২২)

১৯৪৫লেনার্ড এডলম্যান, তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী।

১৯৪৮হাবীবুল্লাহ সিরাজী, বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক।

১৯৫২ত্রিদিব দস্তিদার, বাংলাদেশি কবি।

১৯৭০ফজিলাতুন্নেসা বাপ্পী, বাংলাদেশি আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (মৃ. ২০২০)

১৯৮৬নাঈম ইসলাম, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়।

 

মৃত্যুদিন

প্রাক ১৬০০

৯১৪ – ইবনে হাওশাব, ইয়েমেনে ইসমাইলি মতবাদের প্রতিষ্ঠাতা

১৬০০ – ১৯০০

১৬৯১রবার্ট বয়েল, আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা।

১৯০১ – বর্তমান

১৯১৬রাসপুটিন, রুশ যাজক।

১৯২১মীর্জা কুচাক খান জাঙ্গালী, ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব।

১৯৪০ – চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই।

১৯৫২ – কেফায়াতুল্লাহ দেহলভি, ভারতীয় ইসলামি পণ্ডিত স্বাধীনতা সংগ্রামী এবং তাবলিগ নেতা।

১৯৭৪নীরদাসুন্দরী, বাংলা রঙ্গমঞ্চের খাতনাম্নী অভিনেত্রী। (জ.১৮৮৯)

১৯৮৩মোহাম্মদ সুলতান, বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ।

১৯৯০মণি সিংহ, বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা।

২০০৬শেফালী ঘোষ, বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। (জ.১৯৪১)

২০২২পোপ ষোড়শ বেনেডিক্ট, ভ্যাটিকানের ক্যাথলিকদের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা []

২০২২অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান[]

৩১ ডিসেম্বর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৩১ ডিসেম্বর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : ৩০ ডিসেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আরো পড়ুন : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *