৫০০০ টাকা ভাতা বাড়ল ট্রেইনি চিকিৎসকদের

অর্থনীতি জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ মুক্তমত শিক্ষা স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা ২৫ হাজার ভাতা পান, সেটি বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা।

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের পারিতোষিক ভাতার হার বাড়িয়ে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থবিভাগ।

সেখানে বলা হয়েছে, এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার ২৫ হাজার টাকা থেকে ২০ শতাংশ বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হল। ভাতার এই হার মঙ্গলবার থেকে কার্যকর হবে।

সারাদেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা হাসপাতালে রোগীদের সেবা দেন।

ভাতা বাড়ানোর দাবিতে রোববার প্রথমে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেন চিকিৎসকরা। দুপুরের পর শাহবাগে সড়ক অবরোধ করলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার প্রজ্ঞাপনের অনুলিপি পাওয়ার পর তা প্রত্যাখ্যান করেছেন চিকিৎসকরা।

আন্দোলনকারী চিকিৎসকদের প্ল্যাটফর্ম ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের এক বিবৃতিতে বলা হয়, পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সঙ্গে ওয়াদা বরখেলাপ করা নতুন কিছু না। কিন্তু এই নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য মেনে নেয়া হবে না। নবম গ্রেড সমপরিমাণ ভাতা দেয়ার অঙ্গীকার করে ৩০ হাজারের প্রজ্ঞাপন ‘প্রত্যাখ্যান’ করার কথা বলা হয় বিবৃতিতে।

আরো পড়ুন: উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন দিল সাইবার সুরক্ষা আইন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *