সকাল
১১.০৫ নাটক ষন্ডা পান্ডা (পুনঃপ্রচার)
১১.৪০ শিক্ষা সমাচার
১২.০৫ রংঙের মানুষ ঢংয়ের খেলা (পুনঃপ্রচার)
১২:৩৫ ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন সরাসরি
০১:০৫ এবং সিনেমার গান
০১.৪০ পাঠক সমাবেশ
০২:৪৫ ধারাবাহিক নাটক ঘরকুটুম (পুনঃপ্রচার)
০৩:০৫ লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘অমীমাংসিত প্রেম’
গল্প. ইমদাদুল হক মিলন, পরিচালনায় আশরাফুল আলম রনি।
মৌসুমী হামিদ, সজল চ্যানেল আই এর জন্য নির্মিত বিশেষ টেলিফিল্ম ‘অমীমাংসিত প্রেম’ এ অভিনয় করেছেন। ইমদাদুল হক মিলনের গল্পে এটি নির্মাণ করেছেন আশরাফুল আলম রনি। এতে আরো অভিনয় করেছেন আতিক রহমান, শারমীন আখিঁ প্রমুখ। প্রচার হবে ৮ ফেব্র“য়ারি বিকেল ৩.০৫ মিনিটে।
সন্ধ্যা
০৫:৩০ লাইফস্টাইল রূপান্তর
০৬:০০ ঢাকা ব্যাংক শিল্পলোক
০৬:২০ ‘দেশ বিদেশে রান্না’
উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী
‘দেশ বিদেশে রান্না’ কেকা ফেরদৌসী এবার ভিন্ন আঙ্গিকে শুরু করেছেন। এর আগে তিনি বিভিন্ন অঞ্চলে গিয়ে এতিহ্যবাহী আঞ্চলিক রান্নাগুলো ধারণ করে দর্শকদের জন্য টিভি পর্দায় উপস্থাপন করতেন। কিন্তু এবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রন্ধনবীদরা চ্যানেল আই স্টেুডিওতে এসে তারা তাদের অঞ্চলের প্রিয় খাবারগুলো ‘দেশ বিদেশে রান্না’ অনুষ্ঠানে নিজেরা রান্না করে পরিবেশন করছেন। ‘দেশ বিদেশে রান্না’ প্রচার হচ্ছে প্রতি বুধবার সন্ধ্যা ৬.২০ মিনিটে।
০৮:০০ ধারাবাহিক নাটক ষন্ডা পান্ডা
পরিচালনায় সালাহউদ্দিন লাভলু
সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিক নাটক ‘ষন্ডা পান্ডা’। পরিবারিক ও প্রেম ভালোবাসার গল্পে নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, বৃন্দাবন দাস, মোহনা মিম, ছন্দা প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৮টায় চ্যানেল আইতে।
০৮.৩০ মেট্রোসেম টু দি পয়েন্ট
৯:৩৫ ধারাবাহিক শুভ রাত্রী
১০:১৮ ৩০০ সেকেন্ড
১১.৩০ ধারাবাহিক নাটক ষন্ডা পান্ডা
আরো পড়ুন : ইজারার শর্ত ভঙ্গ করে ঢাকার বাহাদুর শাহ পার্কে বানানো হচ্ছে স্থায়ী দোকান