৭ বছর ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশেও বাঁচতে পারলনা লিটন

আইন-আদালত ক্রাইম নিউজ পুরুষ প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : মাদকের মামলায় লিটন চৌধুরীর (৪০) ৬ মাসের সাজা হয়েছিল। এরপর থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে ৭ বছর জীবিকা নির্বাহ করেছিলেন। ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি তার।

রোববার রাত ১১টার দিকে লিটনকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পটিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে।

লিটন চৌধুরী উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র।

পটিয়া থানা পুলিশ জানায়, ২০১৩ সালে গাঁজাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হয় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র লিটন চৌধুরী। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে তিনি জীবিকা নির্বাহ করেছেন। গত ৭ বছর ধরে তাকে পুলিশ খুঁজেছে। গোপন সংবাদে পুলিশ তার বিষয়ে জানতে পেরে রোববার রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে ঘোরাফেরা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত এ আসামিকে পটিয়া থানার এসআই শহীদ বিশ্বাসের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে। এরপর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন : ঢাবি ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *