ভোলাহাটে মুজিবনগর দিবস পালিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল সোমবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আঃ খালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোঃ মেসের আলীসহ অন্যরা।
ভোলাহাটে মেধা পরীক্ষার পুরুষ্কার বিতরণ
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেধা পরীক্ষা ২০২৩ যাচাই কৃতিশিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। ভোলাহাট লেটেষ্ট ডিজিটাল সেন্টারের আয়োজনে ভোলাহাট এ্যাকটিভ মডেল একাডেমি স্কুলে বেলা ১১ টার দিকে ৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে লেটেষ্ট ডিজিটাল সেন্টারের পরিচাল মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক সম্পাদক মোঃ গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুরের বরেন্দ্র আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ সারোয়ার জাহান, সাúÍাহিক ভোলাহাট সংবাদের বার্তা সম্পাদক আলি হায়দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেটেষ্ট ডিজিটাল সেন্টারের প্রশিক্ষক মোঃ আনুয়ার হোসেন, মোঃ হাসান আলী, মেধাবী শিক্ষার্থী মোসাঃ সুরাইয়া ইসলাম, সহ অন্যরা।
গোলাম কবির-ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : গোবিন্দগঞ্জের যত খবর