আতিকুর রহমান নগরী: সেহরি, ইফতার, তারাবি, শবেকদর, জুমাতুল বিদা, ইতিকাফ ইত্যাদির সঙ্গে একাকার হয়ে যান মুসলমানরা। একে কেন্দ্র করে এক নতুন সাংস্কৃতিক বলয় সৃষ্টি হয়। রমজানের চাঁদ দেখা, ইফতারের খাদ্য ও পানীয় সামগ্রী, রোজাদারকে খাওয়ানো, ঈদের প্রস্তুতি, সেহরির সময় ঘুমন্তদের জাগিয়ে তোলা ইত্যাদি বাঙালি সংস্কৃতিতে যোগ হয়। মানুষ সৃষ্টির সেরা জীব। নভোমণ্ডল-ভূমণ্ডলের মহান স্রষ্টার প্রতিনিধিত্ব, আর এক আল্লাহর গোলামী করার জন্য মানুষের সৃষ্টি। কুরআনের ভাষ্য অনুযায়ী মানব সৃষ্ঠির মূল কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করা। যেহেতু মানুষ এই বসুন্ধরায় তারই রবের প্রতিনিধি, তাই তাকে সর্বস্ব বিলিয়ে দিয়ে হলেও অর্জন করতে হবে কতিপয় গুণাবলী। রোজা হচ্ছে ওই গুণাবলীর অর্জনের অন্যতম হাতিয়ার। মানুষের মধ্যে দু’ধরনের শক্তি বিদ্যমান। পাশবিক শক্তি ও মানবিক শক্তি।
অবশ্য আল্লাহ কর্তৃক আরোপিত নিয়মনীতি, বিধি বিধান অনুসরনের মাধ্যমে এ পাশবিক শক্তি নিয়ন্ত্রিত হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার মধ্যদিয়ে তাকওয়া অর্জন করে মহান প্রভূর সান্নিধ্য লাভে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমিন
আরো পড়ুন : তীব্র গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, অধিকাংশই বয়স্ক ও শিশু