গাইবান্ধা প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের হাট পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুস্থ-অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসাবে শাড়ী,লুঙ্গি,পাঞ্জাবি তুলেদেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
এসময় শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইদ জাকারিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, শাখাহার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোকন আকন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম: আহবায়ক রাজু সরকার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাজাহার ইউনিয়নের তিন শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হযেছে। এতে প্রধান অতিথি আব্দুল লতিফ প্রধান ছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা শিবলু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম,রাজাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান আন্টু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার,যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু, রাজাহার ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ সহ নেতৃবৃন্দ।
ফারুক হোসেন,
গাইবান্ধা।
আরো পড়ুন : আল্লাহর গোলামির জন্যই মানুষের সৃষ্টি