গোবিন্দগঞ্জে বাসের চাপায় ৪ সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী নিহত, চালকসহ বাস আটক

জনদুর্ভোগ জাতীয় পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: ঈদের জন্য মোবাইল ফোন কিনতে গোবিন্দগঞ্জ শহরে আসার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে চার যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ এপ্রিল) ইফতারের কিছুক্ষণ পূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কের বালুয়া তালতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় যাত্রীবাহী বাসের চাপায় চালক সহ সিএনজিচালিত অটোরিক্সার ৪ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছে ১ জন। পুলিশ চালক সহ বাসটি আটক করেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার জানান, আজ বিকেল ৫টার দিকে পলাশবাড়ি থেকে ৪ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা গোাবিন্দগঞ্জের দিকে আসছিলো। পথিমধ্যে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিক্সাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই গোবিন্দগঞ্জের সিএনজি চালক আব্দুল লতিফ, পলাশবাড়ীর মেরীর হাটের ইদ্রিস, রোহান সহ ৪ যাত্রী মারা যায়। নিহত ১ জনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত তুহিন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় চালকসহ বাসটিকে পলাশবাড়ী থানা পুলিশ আটক করেছে। নিহতদের লাশ হাইওয়ে থানায় আনা হয়েছে।

ফারুক হোসেন, গাইবান্ধা

আরো পড়ুন : কলমাকান্দায় মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩, আহত ১৪

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *