বাংলাদেশ থেকে হজ যাত্রীদের ৮০ শতাংশ ভিসা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পূরণ হলো সৌদি আরবের বেঁধে দেওয়া শর্ত। যার ফলে ভিসা সংক্রান্ত কারণে বাংলাদেশকে সৌদি আরবের লাল তালিকাভুক্ত করার ফাঁড়া কাটল।
বুধবার প্রয়োজনীয় ভিসা সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সিগুলোকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশের কোটা এক লাখ ২২ হাজার ৫৫৮ জন। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিসার হার ছিল ৮০ দশমিক ৬৩ শতাংশ। এতে বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
অবশিষ্ট ভিসা দ্রুত সম্পন্ন করার জন্য হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সিকে অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে সৌদি সরকারের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ৫ জুন সৌদিস্থ বাংলাদেশের হজ অফিস ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায়। ওই চিঠিতে জানানো হয়, সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে হবে। কয়েকটি দেশের ভিসা প্রাপ্তির সংখ্যা আনুপাতিক হারে কম বিধায় ৭ জুনের মধ্যে ভিসা ৮০ শতাংশ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে। এসব কিছুর যাবতীয় দায়ভার সেসব দেশে হজ অফিসকে বহন করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই মধ্যে ৬১ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানা গেছে।
আরো পড়ুন: সুনামগঞ্জে শোকের মাতম, সড়ক দুর্ঘটনায় ১৪ জনের প্রাণহানি