স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে : বরিশালে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। নির্বাচনের বেসরকারি ফলাফলে জানা গেছে, ১২৬টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৯৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট। ৫৩ হাজার ৬৯১ ভোটের ব্যবধানে হাতপাখার মুফতি ফয়জুল করীমকে পরাজিত করে নগর পিতার দায়িত্ব পেলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
বরিশাল সিটিতে ১২৬ কেন্দ্রে ভোটার ছিল ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন। মোট ভোট পড়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫। ভোট প্রদানের হার ৫০ দশমিক ১৬। এর আগে গতকাল সকাল ৮টা থেকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল প্রকাশ হয়।
নির্বাচনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়াও অংশ নেয় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান ও হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের বিপরীতে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নগরীর ৩০টি ওয়ার্ডে মোট কেন্দ্রের সংখ্যা ১২৬টি।
বরিশাল সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
আরো পড়ুন : তৃতীয়বারের মতো খুলনা সিটির মেয়র তালুকদার আব্দুল খালেক