৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রচ্ছদ মুক্তমত রাজনীতি

নওগাঁ প্রতিনিধিঃ- বাংলাদেশ আওয়ামীলীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। ২৩ জুন ২০২২ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালনের লক্ষে আজ ১৯ জুন সোমবার রাত ৮ ঘটিকায় নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আঃ খালেক, সভা পরিচালনা করেন যুগ্ন সাঃসান্পাদক স,ম,জাভেদ জাহাঙ্গীর সোহেল।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃরহমান,বাবু নির্মল কৃষ্ণ শাহা,সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, আলহাজ্ব ইলিয়াস তুহিন রেজা,দপ্তর সম্পাদক আঃলতিফ বকুল, শ্রম,বিঃসম্পাদক জহুরুল সিদ্দিকী মিলন,মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা মাহাবুবুল হক কোমল সাঃসম্পাদক আলহাজ্ব রেজাউল করিম, জেলা কৃষক লীগের আহবায়ক আঃওয়াহাব, এছাড়া আরও বক্তব্য রাখেন বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাঃসম্পাদক প্রমূখ।বক্তারা বলেন আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্য বাহী রাজনৈতিক সংগঠন বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত গুরুত্ব বহন করে। সঞ্চালক জাভেদ জাহাঙ্গীর সোহেল বলেন আমরা অতীতে ছাত্র রাজনৈতিতে দেখিছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উৎযাপিত হয়,আমরা অতীত দিনের চেয়ে আগামী দিনে জাতীয় ইলেকশন কে সামনে রেখে জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতা কর্মিদের নিয়ে আরও সুন্দর ও পরিছন্ন একটা অনুষ্ঠান করতে চাই। জাভেদ জাহাঙ্গীর সোহেল আরও বলেন সকাল ০৯,০০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হবে এবং পরে বঙ্গবন্ধু সহ শহীদ জাতীয় নেতৃবৃন্দ ও নওগাঁ র গর্ব সাবেক বাংলাদেশ আওয়ামী লীগের সাঃসম্পাদক ও মন্ত্রী আঃজলিলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন। বৈকাল ০৪,০০ ঘটিকায় আলোচনা সভা শেষে এক বনার্ঢ্য শোভা যাত্রা এবং সন্ধা ০৭,৩০ মিঃ ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে কেক কাটা,আতশবাজি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি নওগাঁ জেলা আওয়ামী লীগ উৎযাপন করবে।সহ সভাপতি আঃখালেক সকল নেতৃবৃন্দ কে আগামী ২৩ /৬/২৩ রোজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্টা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় অনেক উপস্থিতির মাধ্যমে পালনের জন্য অনুরোধ করে, সভার সম্পাপ্তি ঘোষণা করেন।।

শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। উদযাপন কমিটির সদস্য সচিব ও শেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,সহ সভাপতি এডভোকেট একেএম মোকাদ্দেছ ফেরদৌসী, সহ সভাপতি সামছুন্নাহার কামাল,শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু,পৌর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনির উদ্দিন আহম্মদ, শেরপুর জেলা মৎসজীবী লীগের সভাপতি আব্দুস সালাম, শেরপুর জেলা তাঁতিলীগের সাধারণ সম্পাদক মোঃ মিন্টুমিয়া, শেরপুর সদর উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি নাহিদ হাসান ও শেরপুর জেলা ছাত্র লীগের সভাপতি শোয়েব হাসান শাকিল। ২৩ জুন বিকেল তিনটায় বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে পৌর টাউন হলে শেষ হবে। বিকেল ৩.৩০ মিনিটে পৌর টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেদিনই সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেপুষ্পার্ঘ্য অর্পন করা হবে।
নওগাঁ প্রতিনিধিঃ-
মোঃ হাবিবুর রহমান

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *