ভারতের বিধানসভার নির্বাচনে পাঁচ রাজ্যে ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর ও পাঞ্জাবে ভোট গণনা শুরু হয়। গণনায় গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে। লোকসভায় ৮০টি আসনের এই প্রদেশটি কেন্দ্রে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে মুখ্য বলে বিবেচিত হয়। বিধানসভার ৪০৩ আসনের এই প্রদেশে বিজেপি জিতলে তিন দশকের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় যাবে বিজেপি।
এ ছাড়া উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরেও বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পাঞ্জাবে প্রাথমিকভাবে কংগ্রেস-আম আদমি পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত আম-আদমি পার্টি সরকার গঠন করবে বলে মনে হচ্ছে। খবর এনডিটিভির।
উত্তরপ্রদেশে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির নেতৃত্বে থাকা জোট। সমাজবাদী পার্টি বিজেপিকে ঠেকাতে ছোট ছোট দল এবং সংখ্যালঘুদের কাছে টেনেছিল। তবে সেই কৌশল খুব একটা কাজে লেগেছে বলা যায় না। কারণ বিজেপি এখানে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে বলেই ইঙ্গিত মিলেছে।