সুইডেনে কোরআন অবমাননায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক জনদুর্ভোগ জাতীয় ধর্ম প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব ইতাতকে তলব করে এ প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ান দুই ব্যক্তি। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাকস্বাধীনতার’ নামে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অন্যায্য উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।

সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ঘটনাটি কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না।

এদিকে কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অনতিবিলম্বে কোরআন অবমাননাকারী ব্যক্তিকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক বিচার এবং সুইডিশ সরকারের ক্ষমা প্রার্থনাসহ তাদের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছে দলটি। গতকাল পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এসব দাবি করেন।

আরো পড়ুন : হাজিদের নিয়ে প্রথম এক্সওয়াই-৭৩৯২ ফ্লাইট ঢাকায়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *