সিলেটে নিখোঁজ পর্যটকের সন্ধান পাওয়া যায়নি

জাতীয় পুরুষ প্রচ্ছদ ভ্রমণ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

সিলেট অফিস: সিলেটের সাদাপাথরে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামের সন্ধান এখনো পাওয়া যায়নি। স্থানীয় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ারসার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও নৌকা ঘাট ইজারাদারদের সম্মিলিত প্রচেষ্টায় চলছে উদ্ধার অভিযান। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ফায়ারসার্ভিসের ডুবুরি দল সন্দেহজনক নদীর সকল জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি।

উল্লেখ্য, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর বেড়াতে গিয়ে আবদুস সালাম নামের এক পর্যটক নিখোঁজ হন। রবিবার বেলা আড়াইটার দিকে নদীতে নামার পর প্রবল ¯্রােতে ভেসে যান ওই পর্যটক। তিনি ঢাকার মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়। তিনি নিখোঁজ হওয়া আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন এর বরাত দিয়ে জানান, ঢাকার মিরপুর থেকে ৬ জন পর্যটক সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটন স্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল ¯্রােতে আবদুস সালাম নিখোঁজ হন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, উদ্ধার অভিযান চলছে। এখনো হারিয়ে যাওয়া পার্যটককে খোঁজে পাওয়া যায়নি।

কাওছার আহমদ

আরো পড়ুন : সিলেটের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *