দেশের অভ্যন্তরীণ বিষয়ে চাপ দিয়ে কোনো দেশ কিছু করাতে পারবে না

আন্তর্জাতিক জনপ্রতিনিধি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশ চাপ দিয়ে কিছু করাতে পারবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এখানে বাইরের কোনো দেশ চাপ দিয়ে কোনো কিছু করতে পারবে না। এটা আর জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার দেশ নেই। বাংলাদেশের এখন নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা হয়েছে।

শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা। জনগণের ভোটে আবারো শেখ হাসিনাই সরকার গঠন করবেন।’ গতকাল ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বৃহস্পতিবার আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আনিসুল হক বলেন, ‘উনারা বলেছেন র‌্যাব অনেক ভালো কাজ করেছে। তবে যেহেতু এটা নিষেধাজ্ঞা প্রত্যাহার একটা আইনি প্রক্রিয়া, উনারা সেটা দেখবেন।

তারা বলেছেন র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে বিবেচনা করবেন।’

আরো পড়ুন : আজ ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *