ইউইক্রেনে রুশ হামলা শুরুর হওয়ার পর বৃহস্পতিবার (১০ মার্চ) প্রথমবারের মতো বৈঠকে বসেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুও।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, তুরস্কের আন্তালিয়ায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়ে গেল তাতে যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। বৈঠকের পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী যেসব দাবি তুলে ধরেছেন সেগুলো মানা হলে সেটা হবে তাদের কাছে আত্মসমর্পণের সামিল।
এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যে তার দেশের সামরিক অভিযান পরিকল্পনা অনুসারেই অগ্রসর হচ্ছে।
ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, যেসব শহর রুশ সৈন্যরা ঘেরাও করে রেখেছে, এরকম সাতটি শহর থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর খোলা হচ্ছে। এসব শহরের একটি দক্ষিণের বন্দর শহর মারিউপোল।
মারিউপোল শহরের শিশু ও প্রসূতি হাসপাতালের ওপর চালানো রুশ হামলায় একজন শিশুসহ তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচের ওপর যুক্তরাজ্য সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে।