বিরামপুরে ৪৫ হাজার জাল টাকাসহ যুবক আটক।

অর্থনীতি ক্রাইম নিউজ পুরুষ প্রচ্ছদ

জাহিনুর ইসলাম বিরামপুর( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে জাল টাকাসহ হাতেনাতে শাহাজুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার দোশরা পলাশবাড়ি-বিরামপুর আঞ্চলিক সড়কের ফারুক চৌধুরীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।আটক শাহাজুল ইসলাম উপজেলার উত্তর কাদিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় নজরুল ইসলাম নামের অন্য এক ব্যক্তি পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে বিরামপুর শহরের বিভিন্ন স্থানে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে শহরের দোশরা পলাশবাড়ি রাস্তায় অবস্থান নেয় পুলিশ।এসময় পুলিশ শাহজুলকে আটক করলেও নজরুল ইসলাম নামের আরেক সহযোগী পালিয়ে যায়।পরে শাহাজুল ইসলামকে আটক করে দেহ তল্লাশি করে নকল ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ব্যবসায়ীকে জালটাকা দিয়ে প্রতারণা করে আসছিল শাহাজুলসহ তার সঙ্গীরা। শনিবার বেশকিছু টাকাসহ এই চক্রের মূলহোতা শাহাজুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

জাহিনুর ইসলাম

বিরামপুর, দিনাজপুর।

আরো পড়ুন : গাইবান্ধায় শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *