শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

জাতীয় প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

ইমাম বিমান: শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য দূর করতে জাতীয়করণের দাবিতে সারা দেশের ন‍্যায় ঝালকাঠিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম ঝালকাঠি জেলা শাখা । শনিবার (৫ আগস্ট) বেলা ১২ টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয় ।

এ সময় শিক্ষক নেতারা বলেন, আমরা শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি। একই সিলেবাসে শিক্ষার্থী পড়িয়ে বেসরকারি শিক্ষকরা বেতন-ভাতাসহ নানা বৈষম্যের শিকার। সকল বৈষম্য নিরসনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি শিক্ষার সর্বস্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জোর দাবী জানান।

আরো পড়ুন : নানা আয়োজনে ঝালকাঠিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *