অপপ্রচার ঠেকাতে বাংলাদেশের সব মিশনকে বিশেষ নির্দেশনা দিল সরকার 

আন্তর্জাতিক জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন প্রচ্ছদ প্রবাস হ্যালোআড্ডা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিদেশে অবস্থিত সব বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বৃহস্পতিবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘তথ্য, আইন ও পররাষ্ট্র বিষয়ক তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি এ বিষয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ইতিমধ্যে বিদেশে অবস্থিত সব মিশনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’

সাবরিন বলেন, ‘আমরা মনে করি আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করা দরকার। কেননা আগামী নির্বাচনের আগে আরও অপপ্রচার হতে পারে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছে এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো স্বাগতিক দেশগুলোতে-যেখান থেকে বিভ্রান্ত্রি ও ভুল তথ্য ছড়ানো হয়-দেশের অবস্থান সমুন্নত রেখেছে।’

মুখপাত্র বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ সেল গঠন করেছে।’

তিনি বলেন, ‘কেউ আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখালে সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে। যেকোনো পর্যবেক্ষকের সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব আইন ও নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলব।’

সাবরিন বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি।’

আরো পড়ুন : ১১ পুলিশ সুপারকে বদলি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *