আজ ১৫ মার্চ; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

অনুসন্ধানী আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ১৫ মার্চ ২০২২ রবিবার, ১ চৈত্র ১৪২৮ বাংলা, ৮ শাবান ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭৪তম দিন। বছর শেষ হতে আরো ২৯১ (অধিবর্ষে ২৯২) দিন বাকি রয়েছে। আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্ব পঙ্গু দিবস৷এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৫৪৫ট্রেন্ট কাউন্সিল এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।

১৫৬৪ – মুঘল সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন।

১৮২০ – যুক্তরাষ্ট্রের ২৩তম অঙ্গরাজ্য হিসেবে মেইন অন্তর্ভুক্ত হয়।

১৮৪৮ – বুদাপেস্টে হাঙ্গেরীয় বিপ্লবের সূচনা।

১৮৭২ – ভারতীয় সাক্ষ্য আইন প্রবর্তন।

১৮৯২ – লিভারপুল ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়।

১৯০৬ – রোলস-রয়েস লিমিটেড নিগমবদ্ধ হয়।

১৯১৭ – রাশিয়ার জার ক্ষমতা ত্যাগ করেন।

১৯৩৭ – শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাডব্যাংক চালু।

১৯৪৮ – পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন।

১৯৫০ – ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়।

১৯৬১ – দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথ অফ নেশনস থেকে প্রত্যাহার করে।

১৯৭২ – বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা।

১৯৭৬ – নাইজারে ব্যর্থ অভ্যুত্থান সংঘটিত।

১৯৭৯ – ব্রাজিলে প্রেসিডেন্ট ফিগুয়ের্দোর নেতৃত্বে বেসামরিক সরকার ক্ষমতা লাভ করে।

১৯৮৫ – প্রথম ইন্টারনেট ডোমেইন নাম নিবন্ধিত হয়। (symbolics.com)

১৯৮৯ – বুড়িগঙ্গার ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়।

১৯৯০ – মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়ন এর প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন।

২০১১ – সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২) এর শুরু।

২০১৬ – বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচারের ঘটনার কারণে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

২০১৭ – বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকার পি. সারা ওভাল মাঠে নিজেদের ১০০ তম টেস্ট খেলতে নামে।

জন্মদিন

১৭৬৭অ্যান্ড্রু জ্যাকসন, ব্রিটিশ-আমেরিকান জেনারেল, বিচারক, রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম সভাপতি।

১৭৮৩রামকমল সেন বাঙালি লেখক দেওয়ান ও অভিধান প্রণেতা । (মৃ.০২/০৮/১৮৪৪)

১৮৩০ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান লেখক পল হেয়সে জন্মগ্রহণ করেন ।

১৮৪১ – প্রতাপচন্দ্র রায়,বাঙালি সাহিত্যসেবী ও রামায়ণ মহাভারত সহ বহু পুরাণ গ্রন্থের অনুবাদক। (মৃ.১৩/০১/১৮৯৫)

১৮৫৪ – এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।

১৮৫৬ – বিশিষ্ট বাঙালি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়।(মৃ.১৮৯৭)

১৯০২ – কাজিরো ইয়ামামোতো, জাপানী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্য লেখক।

১৯০৪ – কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন।(মৃ.২৮/১০/২০০২)

১৯২০ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার এডওয়ার্ড ডোনাল থমাস জন্মগ্রহণ করেন।

১৯২৭ – বেদারউদ্দিন আহমদ, বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী।

১৯৩০ – নোবেল পুরস্কার বিজয়ী বেলারুশীয় বংশোদ্ভূত রাশিয়ান পদার্থবিদ ইভানোভিচ আলফারভ জন্মগ্রহণ করেন।

১৯৩০ – নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ মার্টিন কারপ্লাস জন্মগ্রহণ করেন।

১৯৩১ – চণ্ডী লাহিড়ী,খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট ও লেখক।(মৃ.২০১৮)

১৯৪৩ – ডেভিড ক্রোনেনবার্গ, কানাডীয় চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।

১৯৫৯ – নাইজেরিয়ার কবি ও লেখক বেন ওকরি জন্মগ্রহণ করেন ।

১৯৬৯ – আমেরিকান অভিনেত্রী কিম রাভের জন্মগ্রহণ করেন।

১৯৭৭ – আমেরিকান ডিজে, প্রযোজক ও পরিচালক জো হান জন্মগ্রহণ করেন।

১৯৭৮ – আলজেরীয় অলিম্পিক দৌড়বীর আলি সইদি-সৈফ জন্মগ্রহণ করেন।

১৯৯৩ – ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট জন্মগ্রহণ করেন।

১৯৯৩ – তিনি ফরাসি ফুটবলার পল পগবা জন্মগ্রহণ করেন।

মৃত্যুদিন

০০৪৪- রোমান জেনারেল ও রাজনীতিবিদ জুলিয়াস সিজার মৃত্যুবরণ করেন।

০২২০ – চীনা যুদ্ধবাজ কাও কাও মৃত্যুবরণ করেন ।

০২২০ – চীনা যুদ্ধবাজ কাও কাও মৃত্যুবরণ করেন ।

১৫৩৬ – অটোমানের সুলতান পারগালি ইব্রাহিম পাশা মৃত্যুবরণ করেন ।

১৮৪২ – ইতালীয় সুরকার ও তাত্ত্বিক লুইজি চেরুবিনি মৃত্যুবরণ করেন ।

১৯২১ – অটোমান রাজনীতিক ও অটোমান সাম্রাজ্যের ২৮১তম গ্র্যান্ড ভিজিয়েরের মুহাম্মদ তালাত পাশা মৃত্যুবরণ করেন ।

১৯৩৯ – জলধর সেন, বাঙালি ভ্রমণ কাহিনী, রম্যরচনা ও উপন্যাস লেখক ও সম্পাদক। (জ.১৩/০৩/১৮৬১)

১৯৬২ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ আর্থার হোলি কম্পটন মৃত্যুবরণ করেন ।

১৯৮৪ – প্রখ্যাত বাঙালি দার্শনিক কালিদাস ভট্টাচার্য। (জ.১৯১১)

১৯৯৭ – হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী ভিক্টর ভাসারেলয় মৃত্যুবরণ করেন ।

১৯৯৮ – মালতী চৌধুরী,ভারতীয় বিশিষ্ট সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী।(জ.২৬/০৭/১৯০৪)

২০০০ – শিল্প ও সাহিত্যজগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব লেডি রাণু মুখোপাধ্যায়। (জ.১৯০৬)

২০০৪ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ জন অ্যান্থনি পোপল মৃত্যুবরণ করেন ।

২০০৮ – ছয়ের উদ্দিন আহমেদ, রংপুর অঞ্চলের একজন বাম ধারার রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক।

২০১৫ – ভারতীয় লেখক ও সমাজ কর্মী নারায়ণ দেশাই মৃত্যুবরণ করেন ।

১৫ মার্চ বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৫ মার্চ তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *