গাজীপুর সিটি করপোরেশনের নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত এ সভায় সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সভায়। প্রথম সভায় ৭৬ জনের মধ্যে ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সভায় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে নতুন মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা করা হয়। জানা গেছে, প্রথম সভা উপলক্ষে নগর ভবন নানা সাজে সজ্জিত করা হয়। নির্ধারিত সময়ের আগেই কাউন্সিলরগণ নগর ভবনে এসে উপস্থিত হন। বেলা ১১টায় সভা শুরু হলে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।
সভার শুরুতেই ৮ নম্বর ওয়ার্ড (কোনাবাড়ী) কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মো. সেলিম রহমান বলেন, ২১ মাসের দায়িত্ব পালনকালে সদ্যোবিদায়ি ভারপ্রাপ্ত মেয়রের বিধিবহির্ভূত পদোন্নতি, পরিষদের সভায় অনুমোদন ছাড়াই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, শিল্পপ্রতিষ্ঠানের কর ফাঁকি ও ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়ম-দুর্নীতির তদন্তের দাবি করেন। এ সময় অধিকাংশ কাউন্সিলর ওই দাবির প্রতি সমর্থন জানালে সাবেক ভারপ্রাপ্ত মেয়রের অনিয়ম-দুর্নীতি তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়।
৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানগর আওয়ামী কৃষক লীগ সভাপতি মো. হেলাল উদ্দিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে নগরীর উন্নয়নের স্বার্থে সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমকে মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়। সভায় সাবেক ভারপ্রাপ্ত মেয়রের একক সিদ্ধান্তে অবৈধভাবে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পদন্নোতি বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়াও সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বক্তব্যে মেয়র জায়েদা খাতুন কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। হুঁশিয়ারি দিয়ে বলেন, কারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ‘গাজীপুরবাসীর দুঃখ’ শহরের লেভেলক্রসিংয়ের ওপর উড়াল সেতুর কাজ দ্রুত শুরু ঘোষণা দেন।
সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, হাজী মনিরুজ্জামান, মো. মিজানুর রহমান, হাসান হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুর হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ বক্তব্য দেন।