আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবারের আসরে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে মাঠে নামবেন মোহাম্মদ আশরাফুল। ২০১৩ সালের মে মাসে সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন আশরাফুল। এরপর ফিক্সিংয়ের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন।
এখন তার বয়স ৩৭। বিপিএলে সুযোগ পান না। তবু এখনও তিনি জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলার স্বপ্ন দেখেন!
বাংলাদেশের এই সাবেক লিটল মাস্টার’ ২০১৭-১৮ মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ১৩ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৬৬৫ রান করেছিলেন। যদিও সেঞ্চুরিগুলো ছিল ধীরগতির এবং ম্যাচে কোনো প্রভাব ফেলতে পারেনি। এরপর থেকে আর কিছুই করে দেখাতে পারেননি আশরাফুল। ক্যারিয়ারের শুরু থেকে যে ধারাবাহিকতার সমস্যায় তিনি ভূগছিলেন, এখনও সেটা ধেকে মুক্তি পাননি। তারপরও ৯ বছর আগে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা আশরাফুল এখনও জাতীয় দলের স্বপ্ন দেখেন।
ব্রাদার্স ইউনিয়নের জার্সি উন্মোচন অনুষ্ঠানে গতকাল সোমবার তিনি বলেন, ‘সবার জন্যই প্রিমিয়ার লিগ গুরুত্বপূর্ণ। আমি যেহেতু এখনও খেলছি এবং স্বপ্ন দেখি বাংলাদেশ দলে খেলব। সেদিক থেকে এই লিগটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। যদি আরও দুই-তিন বছর আমার ক্যারিয়ারটা ক্যারি করতে চাই, আমার মনে হয় এই লিগে আমার ভালো কিছু করা উচিত। স্বপ্ন তো দেখি সব সংস্করণেই খেলার। কিন্তু এখন যেহেতু সামনে ঢাকা লিগ, ঢাকা লিগ নিয়েই আমি থাকতে চাই। এই জায়গায় ভালো খেলতে চাই, ব্রাদার্সের হয়ে ভালো খেলতে চাই। ম্যাচ জেতানো ইনিংস খেলতে চাই। ‘