তামিম কোথায় খেলবে সেইটা বলবে টিম ম্যানেজমেন্ট, বোর্ডের কেউ বলতে পারেনা

আন্তর্জাতিক ওকে নিউজ স্পেশাল খেলাধুলা তথ্য-প্রযুক্তি পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ বিনোদন মুক্তমত হ্যালোআড্ডা

স্পোর্টস ডেস্ক : গত মঙ্গলবার রাতে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপ দলে জায়গা হয়নি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের।

বিশ্বকাপ দল ঘোষণার পর তামিমকে নিয়ে ইতিবাচক-নেতিবাচক অনেক নিউজ প্রকাশিত হয়। কিছু সংবাদে বলা হয় তামিম নিজেই ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে চাননি।

কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বিশ্বকাপের দল ঘোষণার আগে তামিম শর্ত জুড়ে দেন। তিনি ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না।

এসব ভিত্তিহীন অভিযোগ খন্ডন করতে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে কথা বলেন তামিম। সেখানে তিনি জানান, ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কেউ একজন তাকে ফোন করে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করেণ। খেললেও তাকে ওপেনিংয়ের পরিবর্তে নিচের দিকে ব্যাট করতে বলেন। বোর্ডের সেই কর্তার কথা শুনে, তামিম উত্তেজিত হয়ে বিশ্বকাপে তাকে না রাখার জন্য বলেন।

এব্যাপারে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বৃহস্পতিবার ভিডিওবার্তায় বলেন, ‘বোর্ডের কেউ না কেউ তার সঙ্গে কথা বলেছে। এবং কথা বলার পর তামিম কিছুটা উত্তেজিত হয়ে যায়। এবং সে দলে থাকতে চায়নি। আমি মনে করি যে এটা ভুল সিদ্ধান্ত ছিল।’

মাশরাফি আরও বলেন, ‘তামিম হয়তো উত্তেজিত হয়ে তাকে না রাখতে বলেছে। কিন্তু তার ভিত্তিতে তাকে না রাখাটা আসলে কেমন হলো? দ্বিতীয়ত, তামিমকে যেটা বলা হয়েছে যে প্রথম ম্যাচটা খেলো না বা খেললেও নিচে ব্যাটিং করো, এই জিনিসটা ক্রিকেট বোর্ডের কারও বলার বিষয় না। এটা বলবে কোচ, অধিনায়ক এবং দলের সঙ্গে যাওয়া নির্বাচক, মূলত টিম ম্যানেজমেন্ট। টিম ম্যানেজমেন্ট বললে বাংলাদেশ থেকেও বলতে পারে, দল ঘোষণার পর ভারতে গিয়েও বলতে পারে। সেটা এত আগে করার কারণ কী, আমি জানি না।’

আরো পড়ুন : জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *