আজ ৩০ সেপ্টেম্বর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং, শনিবার, ২৯ আশ্বিন ১৪২৯ বাংলা, ১৪ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭১তম (অধিবর্ষে ২৭২তম) দিন। বছর শেষ হতে আরো ৯৪ দিন বাকি রয়েছে। আজ আন্তর্জাতিক অনুবাদ দিবস , জাতীয় কন্যা শিশু দিবস (বাংলাদেশ)। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৬৬৭ – অওরঙ্গজেব-এর সাম্রাজ্যে সংযোজিত হল গোলকুণ্ডা।

১৮৬০ – ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।

১৮৮২ – প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু হয়।

১৯২২ – বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

১৯২৯ – বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে।

১৯৩৮ – জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৩৯ – পোল্যান্ডের বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে উপনীত হয়।

১৯৩৯ – ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়।

১৯৩৯ – পোল্যাণ্ডের বিভাজন নিয়ে জার্মানি ও রাশিয়া সহমত পোষণ করে।

১৯৪৭ – পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।

১৯৬৬ – বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপন করে।

১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গিনি-বিসাউ

১৯৯২ – বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।

১৯৯৩ – ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে প্রচণ্ড ভূমিকম্পে ২০ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

জন্মদিন

১২০৭জালাল উদ্দিন মুহাম্মদ রুমি, পারস্যের কবি। (মৃ. ১২৭৩)

১৪৪৪ – ডোনাটো ব্রামান্তে, ইতালীয় স্থাপত্য শিল্পী।

১৭০০ – স্টানিস্লাও কনারস্কি, পোলীয় সন্ন্যাসী, কবি ও নাট্যকার।

১৮২৮যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী (লাহিড়ী মহাশয়), ভারতীয় যোগী ও গুরু। (মৃ. ১৮৯৫)

১৮৫৭কার্ল বেন্ডা, জার্মান অণুজীববিজ্ঞানী। (মৃ. ১৯৩২)

১৮৬৪সুনীতি দেবী, ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী। (মৃ. ১৯৩২)

১৮৭০জঁ-বাতিস্ত পেরাঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।

১৯০৪বলাইলাল দাস মহাপাত্র, বাঙালি স্বাধীনতা সংগ্রামী। (মৃ. ১৯৯৭)

১৯০৫নেভিল ফ্রান্সিস মট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।

১৯০৫মাইকেল পাওয়েল, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯০)

১৯১৭রাজ্যেশ্বর মিত্র, বিশ শতকের বাংলার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। (মৃ.১৯৯৫)

১৯২২হৃষিকেশ মুখার্জী, ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক। (মৃ. ২০০৬)

১৯২৮ – এলি ওয়িইয়েসেল, নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয় বংশোদ্ভূত মার্কিন লেখক, অধ্যাপক ও সমাজ কর্মী।

১৯৩১ – জ্যাঁ মারি লেঁ, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৩৩অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাঙালি নাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৮৩)

১৯৩৮ – প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষ।(মৃ.২০২১)

১৯৩৯ – জাঁ মারি লেহন, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ।

১৯৪৩ – যোহান ডেইসেনহফের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ।

১৯৪৪আবুল কাসেম ফজলুল হক, বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ।

১৯৫১ব্যারি মার্শাল, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক।

১৯৬২প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

১৯৭২ – শান নামে সুপরিচিত শান্তনু মুখার্জী, ভারতীয় গায়ক।

১৯৮৫ – টি-পেইন, মার্কিন র‍্যাপ সঙ্গীত গায়ক, প্রযোজক ও অভিনেতা।

মৃত্যুদিন

১৮৭৫ – প্যারীচরণ সরকার,ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা।(জ.২৩/০১/১৮২৩)

১৯১৯ – শিবনাথ শাস্ত্রী, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, সমাজসংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক।(জ.৩১/০১/১৮৪৭)

১৯৪৩ – রামানন্দ চট্টোপাধ্যায়, ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক।(জ.২৯/০৫/১৮৬৫)

১৯৫৩ – আবদুল করিম সাহিত্যবিশারদ, প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক।(জ.১১/১০/১৮৭১

১৯৫৫জেমস ডিন, মার্কিন অভিনেতা। (জ. ১৯৩১)

১৯৮৫সিমন সিনিয়রে, জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী। (জ. ১৯২১)

১৯৯০ – প্যাট্রিক হোয়াইট, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।

১৯৯৮ – রবার্ট লুইস টেলর, আমেরিকান লেখক।

১৯৯৯- শেখ ইশতিয়াক, বাংলাদেশের সঙ্গীতশিল্পী।

২০০৪ – মাইকেল রেলফ, ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

২০১৩ – রাম্বলিন ‘টমি স্কট’, আমেরিকান গায়ক ও গিটার।

৩০ সেপ্টেম্বর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৩০ সেপ্টেম্বর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন: আজ ২৯ সেপ্টেম্বর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আরো পড়ুন : ৮ বার গিনেস রেকর্ড পারকরলেন ক্রিস্টিয়ানো রোনালদো

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *