ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শাস্তিও জুটল বাংলাদেশের

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ প্রবাস বিনোদন হ্যালোআড্ডা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শাস্তিও জুটল বাংলাদেশ দলের। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে ইংলিশদের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল। এদিন ধর্মশালায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩৬৪ রানের পুঁজি পায় ইংলিশরা। জবাবে ১০ বল বাকি থাকতে ২২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

বড় হারের এই ম্যাচে বোলিংয়ে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম সম্পন্ন করতে পারে বাংলাদেশ। তাই আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে।

স্লো ওভার রেটের ক্ষেত্রে বরাদ্দকৃত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে।

ম্যাচের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের রেফারি জাভাগাল শ্রীনাথ এ জরিমানার প্রস্তাব করেন। অধিনায়ক সাকিব তা মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। আগামী শুক্রবার চেন্নাইতে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

আরো পড়ুন : নওগাঁর মান্দায় ইউপি সদস্যকে মারপিট করে জখম করেছে সন্ত্রাসীরা আহত-৪

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *