গোবিন্দগঞ্জে অধ্যক্ষ আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

অর্থনীতি জনপ্রতিনিধি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি সফলতার গল্প হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজারে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে “জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনার সাফল্য শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকালে কাটাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বাগদা বাজার প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য, ৩২ গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মানজুদুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রফিক, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাহাজুল ইসলাম ভুট্রু, কোচাশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম জাফু, বিশিষ্ট সমাজসেবক ডাঃ তোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম তুষার, সাপমারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুল বাশার দুলাল, উপজেলা তাঁতীলীগের সভাপতি ডাঃ মমিন শেখ রুবেল, কাটাবাড়ি ইউপি ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপজেলার প্রতিটি ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কথা তুলে ধরতে হবে। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। রাজধানীতে মেট্টোরেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে ও বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালু হওয়ায় রাজধানীবাসীর স্বস্তি ফিরেছে। ২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের মধ্যদিয়ে চট্রগ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরবে। ২০২৪ সালে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হবে এবং রংপুর বিভাগে গ্যাস সঞ্চালন লাইন চালু হবে। তখন আমরাও বিদ্যুৎ ও জ্বালানীর মত সুবিধা পাবো। আগামী বছর আমাদের গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নের কাজ শুরু হবে। তখন প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাই আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আবারও শক্তিশালী করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না এবং সঞ্চালনা করেন কাটাবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক আতাব্বর আলী আতাব্বর। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সরকারকে পঞ্চম বারের মত রাষ্ট্রীয় ক্ষমতায় আনার শপথ গ্রহণ করেন। সেই সাথে অধ্যক্ষ আবুল কালাম আজাদকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে মারপিট করে টাকা ছিনতাই, প্রকাশ্যে ঘুরলেও ধরা পরছে না আসামী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *