জেনে নিন কোন পাঁচ কারণে গাজায় স্থল হামলা চালালে হারতে পারে ইসরাইল

আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল হ্যালোআড্ডা

ঘনবসতিপূর্ণ গাজার অভ্যন্তরে হামাসের ওপর হামলা চালাতে পুরোদমে প্রস্তুত ইসরাইলি সেনারা। তবে ইসরাইলের এ স্থল হামলায় বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, গাজায় স্থল হামলা চালালে পরাজিত হতে পারে ইসরাইল সেনারা।

পাঁচ কারণে ইসরাইল বাহিনীর সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বাধাগুলোর মধ্যে সবার উপরে রয়েছে গাজা শহরের ঘনবসতির বিষয়টি। এই শহরের প্রতি বর্গকিলোমিটারে গড়ে সাড়ে পাঁচ হাজার মানুষ বসবাস করে। শহরের রাস্তাগুলো খুব সরু।

ইসরাইলি বাহিনীর জন্য এসব রাস্তা দিয়ে ভারী অস্ত্রে সজ্জিত আইএফভি যান এবং ট্যাংকগুলো বহন পরিচালনা করা খুব কঠিন হবে।

দ্বিতীয়ত, সংকুচিত জায়গার মধ্যে ‘বুবি ট্র্যাপ’ কিংবা পেতে রাখা ফাঁদগুলো ইসরাইলি সেনাদের জন্য তীব্র মাত্রায় ঝুঁকির কারণ হবে।

তৃতীয়ত, সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধের উদাহরণ। ট্যাংক বিধ্বংসী মিসাইল ও রকেট হামলায় ভারী অস্ত্র সজ্জিত একটি বড় পদাতিক বাহিনীকেও ছোট বাহিনীর কাছে বেগ পেতে হয়।

চতুর্থত, পদাতিক বাহিনীর জন্য হেলিকপ্টারের সহায়তা নেওয়াও কঠিন হবে। কারণ হামাসের সহজে বহনযোগ্য নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

মুবার নামে এই প্রতিরক্ষা দিয়ে ইতোমধ্যেই তারা ইসরাইলের চারটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।

পঞ্চমত, ইসরাইলি সেনারা যদি গাজায় হামলা চালায় তবে বেসামরিক হতাহতের সংখ্যা সীমিত রাখা কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিক মহল থেকে তখন ইসরাইলের ওপর চাপ আরও বাড়বে।

আরো পড়ুন : হামাসের হামলার পর গাজায় ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *