আজ ১৬ অক্টোবর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ১৬ অক্টোবর ২০২৩ ইং, রোববার, ১ কার্তিক, ১৪৩০ বাংলা, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৭তম (অধিবর্ষে ২৮৮তম) দিন। বছর শেষ হতে আরো ৭৮ দিন বাকি রয়েছে। আজ বিশ্ব খাদ্য দিবসবিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস ৷এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

৬৯০ – উ জে টিয়ান চীনের প্রথম সম্রাজ্ঞী হন। উ জে টিয়ান হলেন চীনের ইতিহাসে একমাত্র সম্রাজ্ঞী।

১৭১০ – ব্রিটিশ সৈন্যরা পোর্ট রয়্যাল দখল করে।

১৭৫৬ – মনিহারীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে শওকাত জং পরাজিত ও নিহত হন।

১৭৫৭ – অস্ট্রিয়ার সৈন্যরা বার্লিন দখল করে।

১৭৯৩ – ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোরিলয়ন বোনাপাটের হেরেনা দ্বীপে নিবার্সন করেন।

১৮১৫ – ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ন বোনাপার্টকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।

১৮২৯ – আমেরিকার প্রথম আধুনিক ট্রিমোন্ট হোটেল উদ্বোধন করা হয়।

১৮৩৪ – আগুনে লন্ডন পার্লামেন্টের অনেক মূল্যবান দলিল পুড়ে যায়।

১৮৬৭ – আলাস্কা গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৯০৫ – বঙ্গভঙ্গ সংঘটিত হয়। লর্ড কার্জন প্রথম বঙ্গভঙ্গ কার্যকর করলে পূর্ববঙ্গের জন্ম হয় এবং সারা বাংলায় এর বিরুদ্ধে অরন্ধনসহ প্রতিবাদ হয়।

১৯০৫ – স্বদেশী আন্দোলনের প্রাণকেন্দ্র কলকাতার ফেডারেশন হলের (ভগিনী নিবেদিতা প্রদত্ত নাম- মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আনন্দমোহন বসু

১৯১৫ – রাজকীয় ব্রিটেন বুলগেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১৬- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসিটিতে প্রথম জন্মনিয়ন্ত্রক ক্লিনিক উদ্বোধেন।

১৯২৩ – ওয়াল্ট ডিজনি ও তার ভাই ডিজনি মিলে দি ওয়াল্ট ডিজনি কম্পানি প্রতিষ্ঠা করেন।

১৯৩৪ – চীনে চিয়াং কাই শেকের বিরুদ্ধে এক লক্ষ সেনাসহ মাও সেতুংয়ের ৯ হাজার মাইল লং মার্চ।

১৯৪৩ – বাংলায় ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে ৪০ হাজার লোকের জীবনাবসান ঘটে।

১৯৪৫ – কানাডার কুইবেকে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ – চীন ও মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ – চীনে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরেণ হয়।

১৯৭৩ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জর্ডান

১৯৯৭- এক কোটি ৩৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে সুইস তদন্তকারী কর্তৃক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তার পরিবার বর্গের ব্যাংক একাউন্ট জব্দ করে।

১৯৯৮ – লন্ডনে চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশ গ্রেফতার হন।

২০২০ – প্রথমবারের মতো কোন বেসরকারি সংস্থা হিসেবে স্পেস এক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পৌঁছে দেয়।

জন্মদিন

১৪৩০ – স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।

১৭৫৮নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক। (মৃ.২৮/০৪/১৮৪৩)

১৮৪০ – জাপান কুরডা কিয়টাকা, জাপানি রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৮৫৪অস্কার ওয়াইল্ড, আয়ারল্যান্ডীয় নাট্যকার, ঔপন্যাসিক এবং কবি। (মৃ.৩০/১১/১৯০০)

১৮৬৩ – অস্টিন চেম্বারলেইন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ ও চ্যান্সেলর।

১৮৭৬জিমি সিনক্লেয়ার, প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯১৩)

১৮৮৮ইউজিন ওনিল, মার্কিন নাট্যকার। (মৃ. ১৯৫৩)

১৯০৮এনভার হোক্সা, আলবেনিয়া এন কমিউনিস্ট রাজনীতিবিদ (মৃ. ১৯৮৫)

১৯১৮লুই আলত্যুসের, ফরাসি মার্ক্সবাদী দার্শনিক। (মৃ. ১৯৯০)

১৯২১সীতা রাম গোয়েল, ভারতীয় ইতিহাসবিদ, প্রকাশক ও লেখক। (মৃ.০৩/১২/২০০৩)

১৯২৫অ্যাঞ্জেলা ল্যান্সবারি, ব্রিটিশ-আইরিশ-মার্কিন অভিনেত্রী।

১৯২৭গুন্টার গ্রাস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক, চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার।(মৃ.১৩/০৪/২০১৫)

১৯২৯ফের্নান্ডা মন্টেনেগ্রো, ব্রাজিলীয় অভিনেত্রী।

১৯৪৮হেমা মালিনী, ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ।

১৯৫৬রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশী কবি, গীতিকার।

১৯৫৮টিম রবিনস, মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, প্রযোজক ও সঙ্গীতজ্ঞ।

১৯৬২ – ফ্লেয়া, অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত আমেরিকান খাদ প্লেয়ার, গীতিকার ও অভিনেতা।

১৯৭০ – মেহমেট সচহল, জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৫জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।

১৯৮৬ – ডারক বেররিগটের, ডাচ ফুটবল।

১৯৯০ – আমিনা সাট, জাপানি গায়ক।

১৯৯৭নাওমি ওসাকা, হাইতিয়ান-জাপানি টেনিস খেলোয়াড়।

মৃত্যুদিন

৯৭৬দ্বিতীয় আল-হাকাম, উমাইয়া খলিফা। (জ. ৯১৫)

১৩৫৫ – সিসিলির রাজা লুইস।

১৫৫৩ – লুকাস ক্রানাচ এল্ডার, জার্মান চিত্রকর ও খোদকার।

১৭৯১ – গ্রেগরি পটেমকিন, রাশিয়ান সাধারণ ও রাজনীতিবিদ।

১৭৯৩মারি অঁতোয়ানেত, ফরাসি বিপ্লবে নিহত ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই-এর স্ত্রী। (জ. ১৭৫৫)

১৮৯৬মনমোহন ঘোষ,কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যরিস্টার।(জ.১৮৪৪)

১৯৫১লিয়াকত আলী খান, পাকিস্তানি আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী। (জ. ১৮৯৫)

১৯৫৬জুলে রিমে, ফরাসি ব্যবসায়ী। (জ. ১৮৭৩)

১৯৫৯জর্জ মার্শাল, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা নায়ক, সেনা প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রী এবং তৃতীয় প্রতিরক্ষা মন্ত্রী। (জ. ১৮৮০)

১৯৭৮ড্যান ডেইলি, মার্কিন নৃত্যশিল্পী ও অভিনেতা। (জ. ১৯১৩)

১৯৮১রাধিকা মোহন মৈত্র, বিংশ শতাব্দীর সেরা সরোদবাদক। (জ.১৯১৭)

১৯৮৭ – বিশিষ্ট সমাজসেবিকা ও কমিউনিস্ট নেত্রী মনোরমা বসু মাসিমা।

১৯৮৯কর্নেল ওয়াইল্ড, আমেরিকান অভিনেতা। (জ. ১৯১৫)

১৯৯২ -বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিকে বাণী রায়। (জ.১৯১৮)

১৯৯২ – শার্লি বুথ, মার্কিন অভিনেত্রী। (জ. ১৮৯৮)

১৯৯৪ – সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র।(জ.১১/১১/১৯০৮)

২০০৩ – আভনি আরবাস, তুর্কি চিত্রশিল্পী।

২০০৫ – উরসুলা হওেলস, ইংরেজ অভিনেত্রী।

২০০৭ডেবরা কার, স্কটিশ অভিনেত্রী। (জ. ১৯২১)

২০১০ – বারবারা বিলিংসলির, আমেরিকান অভিনেত্রী।

২০২০প্রদীপ ঘোষ, বিশিষ্ট বাঙালি আবৃত্তিকার ও বাচিক শিল্পী।

২০২২দিলীপ মহলানবিশ, ওআরএস-স্রষ্টা ভারতীয় বাঙালি শিশুরোগ বিশেষজ্ঞ। (জ.১৯৩৪)

১৬ অক্টোবর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৬ অক্টোবর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : আজ ১৪ অক্টোবর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আরো পড়ুন : গাজায় নির্বিচারে একদিনেই ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *