কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য, সাবেক সংসদ সদস্য ও অর্থ উপমন্ত্রী, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের পিতা এএফএম ফখরুল ইসলাম মুনশী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার ভোর ৪টার ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ৯ই অক্টোবর তিনি ব্রেইন স্ট্রোক করায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের লাইফ সার্পোটে নেয়া হয় তাকে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এ এফ এম ফখরুল ইসলাম মুনশী ১৯৪৭ সালে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রাকিবা বানু, দুই ছেলে রাকিব মোহাম্মদ ফখরুল ও রাজী মোহাম্মদ ফখরুল সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেবিদ্বারে শোকের ছায়া নেমে আসে। ফখরুল ইসলামের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
আরো পড়ুন: স্বাস্থের সকল সুখের মূল “ভেসজ সুপার ফুড”, চিয়া সীড প্যাকেজ-১