বাচ্চাদের লাশ শনাক্ত করণে হাতে পায়ে নাম লিখেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর হ্যালোআড্ডা

ইসরাইলের নৃশংসতায় প্রতিদিন লাশের স্তূপ বাড়ছে। গাজার যেখানেই হাত দেবেন সেখানেই লাশ। নির্মম বোমা হামলায় সেখানে নিহতের সংখ্যা প্রায় ৬০০০। কে কখন মারা যাবেন, কেউ জানেন না। এত লাশ যে, কেউ মারা গেলে তাকে চেনার উপায় পর্যন্ত থাকে না। ক্ষতবিক্ষত সেই লাশ কার, তা শনাক্ত করা যায় না। তাই ফিলিস্তিনি শিশুরা নিজেদের হাতে নাম লিখে রাখছে, যাতে মরে গেলে প্রিয়জনরা অন্তত লাশটি চিনতে পারেন। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, শিশু বা টিনেজাররা তাদের বন্ধুদের হাতে আরবিতে লিখে দিচ্ছে নাম। এমন ভিডিও এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছে টিআরটি ওয়ার্ল্ড।

তাতে শোনা যায় একজন টিনেজার বলছে, আমি মরতে চাই না। আল আকসা মার্টিরস হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. আবদুল রহমান আল মাসরি সিএনএনকে বলেছেন, মা-বাবারা উদ্বিগ্ন। কি ঘটতে যাচ্ছে কেউ জানেন না। মারা যাওয়া সন্তানদের শনাক্ত করা যাচ্ছে না। ওই হাসপাতালে তার এক সহকর্মী বলেন, আমরা দেখতে পাচ্ছি বহু অভিভাবক তাদের সন্তানের হাতে বা পায়ে নাম লিখে রাখছেন। যদি তারা বিমান হামলায় মারা যায় অথবা হারিয়ে যায়, তাহলে শনাক্ত করা যাবে। গাজায় এই ধারা নতুন শুরু হয়েছে। ডা. মাসরি বলেন, হাসপাতালে বহু শিশুকে আনা হচ্ছে। তাদের ক্ষত এমন যে, চেনা যায় না। তাদেরকে চিনতে এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

আরো পড়ুন : নারীদের ভয়ে ৫৫ বছর পালিয়ে বেড়ান ক্যালিক্সটে নজামবিতা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *