চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ১৩২ জন যাত্রী নিয়ে দেশটির দক্ষিণ পশ্চিম এলাকা গুয়াংশিতে বিধ্বস্ত হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানায় আলজাজিরা ও বিবিসি।
সোমবার এ দুর্ঘটনা ঘটে। এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছুই জানা যায়নি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি পাহাড়ে বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে যায়।
এ ফ্লাইট স্থানীয় সময় ১টা ১৫ মিনিটে কুনমিং থেকে গুয়াংঝুর দিকে যাওয়ার কথা ছিল।
সিসিটিভির খবরে বলা হয়, ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে।
উঝু প্রদেশের থং কাউন্টির কাছাকাছি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দক্ষিণাঞ্চলে গুয়াংঝু ও গুয়াংশি পাশাপাশি প্রদেশ।