ফিলিস্তিনের পশ্চিমতীরে যে সহিংসতা চালানো হচ্ছে বৃটেনকে অবশ্যই তার নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন দেশটির ছায়া পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, বিরোধী লেবার দলের এই নেতা পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিকে এ বিষয়ে এক্সে একটি চিঠি লিখেছেন। তাতে ফিলিস্তিনের পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এসব সহিংসতার নিন্দা ও ইসরাইলকে তার হামলা বন্ধ করার আহ্বান জানানোর দাবি করেন লেমি। চিঠি তিনি লিখেছেন, ৭ই অক্টোবর থেকে ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা, হুমকি ও ভীতি প্রদর্শন বৃদ্ধি পেয়েছে। তাদের বাড়িঘরে ভাংচুর চালানো হচ্ছে। পানি সরবরাহ বন্ধ করে দেয়া হচ্ছে। গবাদিপশু চুরি করে নিয়ে যাচ্ছে। অস্ত্রের ভয় দেখাচ্ছে বেসামরিক সাধারণ মানুষকে। দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইনের অধীনে কিছু বাধ্যবাধকতা আছে ইসরাইলের। একই সঙ্গে এই আইন সমুন্নত রাখতে হবে।
জাতিসংঘের হিসাবে ৭ই অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি সেনারা হত্যা করেছে কমপক্ষে ১৪১ জন সাধারণ মানুষকে। গাজায় ধ্বংসলীলার বিরুদ্ধে এবং গাজাবাসীর সমর্থনে বিক্ষোভ করার সময় অথবা ইসরাইলের ঘেরাও দিয়ে তল্লাশি চালানোর সময় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এতে আরও বলা হয়, আটজন মানুষকে হত্যা করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংস হামলা চালানোর জন্য এসব বসতি স্থাপনকারীদের দায়ী করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো।
আরো পড়ুন : আজ ৭ নভেম্বর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত