ফরাসি নাবিকদের উদ্দেশে লেখা ২৬৫ বছর আগে পাঠানো প্রেমপত্র!

ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন মনোকথা হ্যালোআড্ডা

২৬৫ বছর আগে ফরাসি নাবিকদের উদ্দেশে লেখা একগাদা চিঠি খুঁজে পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেনো মোর্যু।

রেনো জানান, চিঠিগুলো কখনোই প্রাপক পর্যন্ত পৌঁছায়নি, সেগুলো কেউ খুলেও দেখেনি। চিঠিগুলোতে ১৮ শতকের বৈবাহিক ও পারিবারিক জীবনের সুন্দর কিছু মুহূর্তের পাশাপাশি পারিবারিক জীবনের কলহের চিত্রও ফুটে উঠেছে।

যার ৫৯ শতাংশই নারীদের লেখা। ‘তোমাকে আবিষ্ট করার জন্য আর অপেক্ষা করতে পারছি না’-চিঠিতে এমন একটি লাইন ছিল স্বামী জ্যঁ তপসেন্তের উদ্দেশে লেখা স্ত্রী অ্যান লুসেফের।

আরো পড়ুন : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *