২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে ঢাকায় লেবানন দল

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

ক্রীড়া প্রতিবেদক : ২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে ঢাকায় এসেছে লেবানন। আগের দিন সংযুক্ত আরব আমিরাতের খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে খেলে শুক্রবার সকাল সোয়া ৮টায় বাংলাদেশে এসে পৌঁছে তারা। ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

গাজায় ইসরাইলি আগ্রাসনের জেরে লেবাননের হোম ম্যাচ হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে। রাতে ম্যাচ খেলে ভোরে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয় লেবানন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে ঘণ্টাদুয়েক সময় লাগে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চারদিন আগে এসেছে। অতিরিক্ত দুদিনের ব্যয় তারা বহন করবে। ১৯-২১ নভেম্বর অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বহন করবে বাফুফে।

অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে মেলবোর্নে খেলে কাল রাতে চীন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে নিজেদের দ্বিতীয়পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ।

২১ নভেম্বর জামালদের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায়। বাংলাদেশের বিপক্ষে খেলে অস্ট্রেলিয়া দল উড়াল দিয়েছে মধ্যপ্রাচ্যে। তাদের দ্বিতীয় ম্যাচ একইদিন ফিলিস্তিনের বিপক্ষে। এ ম্যাচটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে। কুয়েতের জাবের আল আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।

আরো পড়ুন : আজ ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-২০২৩ বিতরণ করবেন সজীব ওয়াজেদ

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *