‘আমার মা অনেক অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমাকে নিয়েন না, আমাকে ছেড়ে দেন’- গ্রেপ্তারের আগে এভাবেই পুলিশের কাছে আকুতি জানাচ্ছিলেন যশোরের বাঘারপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতাহ উদ্দিন শিকদার। বৃহস্পতিবার রাতে বাঘারপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মিফতাহকে গ্রেপ্তারের একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকের পুলিশ মিফতাহকে খালি গায়ে তুলে নিয়ে যাচ্ছে। তখন মিফতাহ পুলিশকে বলছেন, আমাকে নিয়েন না ভাই। আমার ছেলে অসুস্থ, আমার মা অসুস্থ। আমাকে একটু পোশাক পরার সুযোগ দেন। একপর্যায়ে মিফতাহর মাসহ স্বজনরা পুলিশের গাড়ি ঘিরে ধরেন। এ সময় মায়ের উদ্দেশে মিসতাহ বলেন, ‘মা তুমি টেনশন করো না। আমি আবার ফিরে আসব’। এ সময় এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, এই চুপ থাক, তোর শরীরে কেউ আঘাত দেবে না।
যুবদল নেতার স্বজনরা জানিয়েছে, মিফতাহ দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। অসুস্থ মা ও শিশুসন্তানকে দেখতে কিছু সময়ের জন্য বৃহস্পতিবার তিনি বাড়ি গিয়েছিলেন। খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি শাহদাৎ হোসেন বলেন, মিফতাহ উদ্দীন পলাতক ছিলেন। নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : গাজার আল-শিফা হাসপাতালের অবস্থা ‘ভয়াবহ’, তৃষ্ণায় চিৎকার করছে রোগীরা