ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, রুশ সেনাদের কাছে যে পরিমাণ গোলাবারুদ ও খাদ্যদ্রব্য আছে তা আর মাত্র তিনদিন চলবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে বলা হয়, রুশ সেনাদের কাছে ৩ দিনের জ্বালানী আছে। এসব জ্বালানী ট্যাংক ও ট্রাকে ব্যবহৃত হচ্ছে। তারা সেনা সমাবেশ ঘটাতে ব্যর্থ হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউরেক্রেনের বিমান বাহিনী রাশিয়ার একটি বিমান, ৬টি নাম না জানা উড়নযন্ত্র ধ্বংস করেছে। এছাড়া স্থলভাগে ১৩টি হামলা প্রতিহত করা হয়েছে। সেখানে ১৪টি রুশ ট্যাংক ও বেশ কিছু সামরিক যান ধ্বংস করেছে ইউক্রেনের সেনারা।