আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন গীতিকবি সুজন হাজং

জনপ্রতিনিধি নির্বাচন পুরুষ প্রচ্ছদ বিনোদন মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

হাজং জাতিগোষ্ঠী থেকে প্রথমবার সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন গীতিকবি সুজন হাজং। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যেও দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।

গীতিকবি সুজন হাজং ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে কাজ করছেন।

২১ নভেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র কেনেন সুজন। এর আগে গারো, চাকমা, ত্রিপুরা স¤প্রদায় থেকে সংসদ সদস্য হলেও হাজং স¤প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে তিনি দ্বিতীয়বার মনোনয়নপত্র কেনেন। সুজন নেত্রকোনা-১ (দুর্গাপুর, কলমাকান্দা) আসন থেকে নির্বাচন করতে চান।

সুজন হাজং বলেন, “হাজংরা এই উপমহাদেশের সবচেয়ে লড়াকু জাতি। তারা টংক আন্দোলন, তেভাগা আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এমনকি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করেন। আমি এই প্রান্তিক সংগ্রামী জনগোষ্ঠীর প্রথম সাংসদ হতে চাই। আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এখানে মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার স্বপক্ষের সব মানুষের রাজনীতি করার সুযোগ রয়েছে।”

রাজনীতির পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চা করেন সুজন। দেশের সংস্কৃতি অঙ্গনেও পরিচিত মুখ তিনি।

তিনি একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক ও তরুণ রাজনীতিবিদ।

সুজন হাজং তাঁর লেখা বিষয়ভিত্তিক গানের জন্য প্রশংসিত। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নচিকেতার কণ্ঠে ‘ভোরের সূর্য‘ ও শুভমিতার কণ্ঠে ‘আবার এসো পিতা’, বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে অবন্তী সিঁথি’র কণ্ঠে ‘আমাদের বঙ্গমাতা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বেলাল খান ও আতিয়া আনিসার কণ্ঠে ‘আলোকবর্তিকা’ এবং কিশোর, লিজা, পুলক, পুতুলের কণ্ঠে ‘জনতার মঞ্চে’ তার লেখা ও প্রযোজিত উল্লেখযোগ্য গান।

এ ছাড়া শেখ রাসেলের জন্মদিনে অবন্তী সিঁথির কণ্ঠে ‘ভোরের আকাশ’, জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে সুবীর নন্দীর কণ্ঠে ‘ধানমন্ডির বত্রিশ নম্বর’, ফাহমিদা নবীর কণ্ঠে ‘পিতার রক্তে’ ও নিশিতা বড়ুয়ার কণ্ঠে ‘রক্তমাখা সিঁড়ি’ গানগুলোও তার লেখা ও প্রযোজনায় প্রকাশিত হয়েছে।

এর বাইরে বিষয়ভিত্তিক গানেও রয়েছে সুজন হাজংয়ের পদচারণা। বিজয় দিবসে সুস্মিতা সাহার ‘বিজয়’, বিশ্ব ভালোবাসা দিবসে ফাহমিদা নবীর ‘মনের মানুষ’, পরিবেশ নিয়ে পপ গায়িকা মেহরীনের কণ্ঠে ‘লিভ অন আর্থ’ ও কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে নিয়ে সুমন কল্যাণের কণ্ঠে ‘বাংলার অহমিকা’ শিরোনামের বিষয়ভিত্তিক গানগুলো শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে।

সুজন হাজংয়ের লেখা আওয়ামী লীগের উন্নয়ন ও সাফল্য নিয়ে সাব্বির ও লিজার কণ্ঠে ‘উন্নয়ন’ শিরোনামের গানটিও বহুল প্রচারিত। সুজন হাজং সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১, সলীল চৌধুরী স্মৃতি পদক ২০১৯ (পশ্চিমবঙ্গ, ভারত), ডায়মন্ড হারবার প্রেস ক্লাব সম্মাননা (কোলকাতা ২০১৮), আনন্দ লহরী অ্যাওয়ার্ড ২০২২, বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি পুরস্কার ২০১৯, জাতীয় সাহিত্য পদক ২০১৮, শেখ রাসেল স্মৃতি পাঠাগার পদক ২০১৭, বাউল সাধক কবি রশিদ উদ্দিন পদক ২০১৭, বাউল তরী পদক ২০১৮, নাট্যজন শ্যামল অধিকারী স্মৃতিপদক ২০২০ ইত্যাদি পুরস্কারে ভূষিত হয়েছেন।

আরো পড়ুন : ওয়ানডে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে যাদের

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *