দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। বুধবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সারা দেশে বিভিন্ন দলের কয়েকশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের কোনো কোনো প্রার্থী নিজে এবং কারও পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন।
ঢাকার ২০টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৯ প্রার্থী। এরমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনভুক্ত এলাকায় ঢাকা-৪ থেকে ১৮ পর্যন্ত ১৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩১ জন। অপরদিকে ঢাকা-১, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ২০ আসনে ৮ জন প্রার্থী হয়েছেন। এদিন মনোনয়নপত্র দাখিলের সময় দেশের কয়েকটি জায়গায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন ও মিছিল করতে দেখা গেছে।
ঢাকায় যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন-ঢাকা-৩-এ আওয়ামী লীগের নসরুল হামিদ, ঢাকা-৪-এ জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন, ঢাকা-৬-এ আওয়ামী লীগের মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা-৮-এ আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন, ঢাকা-৯-এ সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১২-এ আসাদুজ্জামান খান, ঢাকা-১৩-এ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৫-এ কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬-এ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা-১৭-এ জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, ঢাকা-১৮-এ শেরীফা কাদের ও ঢাকা-১৯-এ আওয়ামী লীগের ডা. মো. এনামুর রহামান।
ইসি সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদেরও ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সতর্ক থাকতে বলা হয়েছে।
১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। নির্বাচনি প্রচার শুরু ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়াতে ইসিতে দু-একটি দল ও প্রার্থী আবেদন করেছেন। যদিও বুধবার পর্যন্ত পুনঃতফশিলের বিষয়ে ইসি কোনো সিদ্ধান্ত নেয়নি।
এ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৬টি রাজনৈতিক দল অংশ নেওয়ার বিষয়ে তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে বিএনপি, ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি দল অংশ নেবে না বলে সভা-সমাবেশে ঘোষণা দিয়ে আসছে। শেষ পর্যন্ত কতটি দল অংশ নেবে তা আজ পরিষ্কার হবে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
আরো পড়ুন : রাজশাহীর ছয়টি আসনে জন্য মনোনয়নপত্র জমা দিলেন ৫৫ প্রার্থী