শোবিজ প্রতিবেদক: মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা ইয়ামিন হক ববি বর্তমানে চলচ্চিত্রে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তবে এখন তিনি বেছে বেছে ছবিতে কাজ করার পক্ষে।
ববির কথায়, ‘কোনো একটি ছবিতে শুধু অভিনয় করলেই হলো না, আমি চাই, প্রতিটি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকতে। হলিউড-বলিউডে এমনটিই হয়। অভিনেতা-অভিনেত্রীরা একটি গল্প শোনার পর চিত্রনাট্য, এমনকি সংলাপ তৈরির সময়ও জড়িত থাকেন। আমার হাতে এখন নতুন একটি পান্ডুলিপি আছে। এটি শেষ করেই দেশের বাইরে যাব। ফিরব আগামী ফেব্রুয়ারিতে।’
ববি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে এসেই যোগ দেবেন ‘ইনসান’ ছবির শুটিংয়ে। এদিকে তাঁর লেখা প্রথম গল্পে নির্মিত হবে ‘মাস্টারমাইন্ড’। সৈকত নাসিরের এ ছবির শুটিং করবেন মার্চের শেষের দিকে।
ববি বলেন, ‘দেশে ফেরার পর এ দুটি সিনেমা নিয়ে ব্যস্ত থাকব। আগের মতো এখন বছরে ছয়-সাতটি সিনেমা করতে চাই না। যে দু-তিনটি ছবি করব সেগুলো যেন আমার ভক্তরা পছন্দ করেন সেদিকেই নজর রাখব বেশি।’
অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে মডেলিং করেও আলোচনায় আসেন ববি। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওভিসি মডেলিংয়ে ফিরলেন।
রবিবার (০৩ ডিসেম্বর) এলিট করপোরেশনের নতুন একটি পণ্যের বিজ্ঞাপনচিত্রের শুটিং করেন তিনি। এম এ তৌফিকের তত্ত্বাবধানে বিজ্ঞাপনটি নির্মাণ করেন এইচ এম পিয়াল।
ববি বলেন, ‘এর চিত্রনাট্যও অনেক ভালো। আমার মনে ধরেছে। দর্শকেরও মনে ধরবে। সাধারণত আমি ওভিসি খুব একটা করি না। আইডিয়া শোনার পর এটি বেশ স্পেশাল মনে হয়েছে, তাই রাজি হয়েছি।’
আরো পড়ুন : এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে নিল ভারত