ঐতিহাসিক চেরনোবিলের গবেষণাগার ‘লুট ও ধ্বংস’ করেছে রাশিয়া

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ক্রাইম নিউজ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

ইউক্রেনে রুশ অভিযান শুরুর প্রথম দিনেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নেয় রাশিয়া। আর এবার ঐতিহাসিক এই পরমাণু কেন্দ্রের একটি গবেষণাগার ‘লুট ও ধ্বংস’ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বুধবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের স্টেট এজেন্সি ফর এক্সক্লুশন জোন ম্যানেজমেন্ট দাবি করে, রুশ বাহিনী তাদের সেন্ট্রাল অ্যানালাইটিক্যাল ল্যাবরেটরির ক্ষতি করেছে। এই ল্যাবরেটরিতে বহু তেজস্ক্রিয় বর্জ্য প্রক্রিয়া করা হয়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই পরীক্ষাগারে ‘অত্যন্ত সক্রিয় নমুনা এবং রেডিওনুক্লাইডের নমুনাও রয়েছে। যা আজ রুশদের অধীনে।’

সংস্থাটির দাবি, প্রায় ৬০ লাখ ইউরো খরচ করে স্থাপন করা এই গবেষণাগারে ‘মূল্যবান বিশ্লেষণাত্মক সরঞ্জাম’ রয়েছে যা ইউরোপের অন্য কোথাও নেই।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৯৮৬ সালেল ২৬ এপ্রিল ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে। ওই দিনটি ‘চেরনোবিলের বিপর্যয়’ হিসেবে পরিচিত।

সোভিয়েতের পতনের পর চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রটি বর্তমান ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। এই পারমাণবিক দুর্ঘটনাকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ও বিপর্যয় হিসেবে মনে করা হয়ে থাকে।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *