মারধরের শিকার বাংলাদেশি স্বামীর খোঁজে আসা পাকিস্তানি তরুণী

ক্রাইম নিউজ জনদুর্ভোগ নারী নারী নির্যাতন প্রচ্ছদ প্রবাস মনোকথা হ্যালোআড্ডা

হবিগঞ্জ প্রতিনিধি: মারধরের শিকার হয়েছেন বাংলাদেশি স্বামীর খোঁজে হবিগঞ্জের চুনারুঘাটে আসা পাকিস্তানি তরুণী মাহা বাজোয়া (৩০)। বৃহস্পতিবার সকাল ৭টায় চুনারুঘাটের উত্তর বড়াইল এলাকায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন পাকিস্তানি ওই নারী। আহত অবস্থায় তিনি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মাহা বাজোয়ার স্বামীর নাম সাজ্জাদ হোসেন মজুমদার (৩৫)। চুনারুঘাট পৌরসভার বড়াইল এলাকার শফিউল্লা মজুমদারের ছেলে তিনি। মাহা বাজোয়া অভিযোগ করেন, বুধবার রাতে সাজ্জাদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরেছেন জেনে সকালে সেখানে গিয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সাজ্জাদ ও তার স্বজনেরা তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে মারধরের ঘটনায় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান এবং হাসপাতালে চিকিৎসা নেন। এরপর মামলা দায়েরের জন্য থানায় যান।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায় জানান, ওই নারীকে মারপিটের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছি। তাকে লিখিত অভিযোগ দিতে বলা হলেও এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ৮ই ডিসেম্বর স্বামীর খোঁজে চুনারুঘাটে আসেন মাহা। সেখানে সাজ্জাদের ভাইয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। পরে গত ১১ই ডিসেম্বর তিনি স্বামীর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে পৃথক দুটি মামলাও দায়ের করেন। ১২ই ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। ২০১৪ সালে পাকিস্তানের লাহোরে ওই পাকিস্তানি তরুণীকে বিয়ে করেন সাজ্জাদ। এরপর সাজ্জাদ তাকে বাংলাদেশে নিয়ে আসেন এবং পরে পুনরায় পাকিস্তান চলে যান। সাজ্জাদ ১৭ই নভেম্বর পুনরায় দেশে ফেরেন। খবর পেয়ে একইদিনে বাংলাদেশে আসেন মাহাও।

আরো পড়ুন : আওয়ামী লীগ শরিকদের জন্য ছেড়ে দিল ৭ আসন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *