ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন না থাকলেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে

আন্তর্জাতিক জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক দায়িত্ব’ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।

টেলিফোন আলাপে গাজা সংঘাতের ‘নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি’ সম্পর্কেও সতর্ক করে দিয়েছেন এরদোয়ান। এএফপির খবরে বলা হয়েছে, গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর এই প্রথম ফোনে কথা বলেন উভয় নেতা।

বাইডেনের সঙ্গে ফোনালাপের পর তুরস্কের প্রেসিডেন্স দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন- ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি এবং সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে নেতিবাচক আঞ্চলিক ও বৈশ্বিক পরিণতি সৃষ্টি হতে পারে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন প্রত্যাহার হলেই তা দ্রুত যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে পারে।

প্রেসিডেন্ট এরদোয়ান গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিষয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে সোচ্চার একজন সমালোচক। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে উল্লেখ করেছেন এবং ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আ্যখায়িত করেছেন।

আরো পড়ুন : গাজায় হামাসের হাতে ৭২ ঘণ্টায় ৩৬ ইসরায়েলি সেনা নিহত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *