আজ ১৮ ডিসেম্বর : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ১৮ ডিসেম্বর ২০২৩ ইং, সোমবার, ৪ পৌষ ১৪৩০ বাংলা, ৩ জামাদুছ সানি ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫২ তম (অধিবর্ষে ৩৫৩ তম) দিন। বছর শেষ হতে আরো ১৩ দিন বাকি রয়েছে । আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস (জাতিসংঘ), সুপ্রিম কোর্ট দিবস (বাংলাদেশ)। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৩৯৮ – তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন।

১৮৬৫ – মার্কিন সংবিধানের ১৩শ সংশোধনী ঘোষণা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।

১৯১২ – মার্কিন কংগ্রেস সেদেশে অশিক্ষিত অভিবাসীর প্রবেশ নিষিদ্ধ করে।

১৯৬৯ – ব্রিটেনে খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।

১৯৭১ – সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত।

১৯৭২ – সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে।

১৯৯৯ – স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন।

জন্মদিন

১৮২৪লালবিহারী দে,বৃটিশ ভারতীয় সাংবাদিক ও খ্রিস্টান মিশনারি।(মৃ.২৮/১০/১৮৯২)

১৮৫৬জে জে টমসন, ইংরেজ পদার্থবিদ্ এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ.৩০/০৮/১৯৪০)

১৮৭০সাকি, ব্রিটিশ ছোট গল্পকার (মৃত্যু: ১৯১৬)

১৮৭৮জোসেফ স্ট্যালিন, জর্জিয়ান-রাশিয়ান মার্শাল এবং রাজনীতিবিদ, ৪র্থ সোভিয়েত ইউনিয়ন প্রধান। (মৃত্যু:০৫/০৩/১৯৫৩)

১৮৯০এডউইন হাওয়ার্ড আর্মস্ট্রং, মার্কিন প্রকৌশলী, এফএম রেডিওর জনক। (মৃ.৩১/০১/১৯৫৪)

১৯৩০ – সাহিত্যিক-সাংবাদিক শহীদ সাবের।

১৯৩৯হ্যারল্ড ইলিয়ট ভারমাস, মার্কিন জীববিজ্ঞানী এবং অধিবিদ্যাবিৎ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৪২রঘু রাই, কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী এবং চিত্র সাংবাদিক।

১৯৪৬স্টিভেন স্পিলবার্গ, মার্কিন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার, ড্রিমওয়ার্কসের সহ-প্রতিষ্ঠাতা।

১৯৫০শরৎ ফনসেকা, শ্রীলংকার জেনারেল ও রাজনীতিবিদ।

১৯৬১লালচাঁদ রাজপুত, সাবেক ভারতীয় ক্রিকেটার

১৯৬৩ব্র্যাড পিট, মার্কিন অভিনেতা এবং প্রযোজক।

১৯৭৫সিয়া, অস্ট্রেলিয়ান গায়িকা-গীতিকার।

১৯৮৬উসমান খাজা, পাকিস্তানি-অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮৮ইমাদ ওয়াসিম, পাকিস্তানি ক্রিকেটার।

১৯৮৯ – আল্লামা ইকবাল অনিক, বাংলাদেশী সাংবাদিক ও লেখক।

মৃত্যুদিন

১৯৫২সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক।(জ.১৮/১০/১৮৮৭)

১৯৭৩কমরেড মুজফ্‌ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা।(জ.০৫/০৮/১৮৮৯)

১৯৮৩প্রফুল্লচন্দ্র ঘোষ,ভারতীয় রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রাম,পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। (জ.২৪/১২/১৮৯১)

১৯৮৪শক্তিরঞ্জন বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী। (জ.১৯০৮)

১৯৯৬ – বামপন্থী সাহিত্যিক, সাংবাদিক ও অনুবাদক ননী ভৌমিক। (জ.১৯২১)

২০০৪বিজয় হাজারে, ভারতীয় ক্রিকেটার

২০০৬বিকাশ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।(জ.২১/০৬/১৯৪০)

১৮ ডিসেম্বর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৮ ডিসেম্বর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : আজ ১৭ ডিসেম্বর : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আরো পড়ুন : নৌকা পেয়েও আওয়ামী লীগের যে ৩০ জনকে আসন ছাড়তে হলো

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *