আজ ২৭ ডিসেম্বর : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

আজ ২৭ ডিসেম্বর ২০২৩ ইং, বুধবার, ১৩ পৌষ ১৪৩০ বাংলা, ১২ জামাদুছ সানি ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬১তম (অধিবর্ষে ৩৬২তম) দিন। বছর শেষ হতে আরো চার দিন বাকি রয়েছে । আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস (জাতিসংঘ), সুপ্রিম কোর্ট দিবস (বাংলাদেশ)। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৪৩৭ – দ্বিতীয় অ্যালবার্ট বোহেমিয়ার রাজা হন।

১৭০৩ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি করে।

১৮২৫ – ইংল্যান্ডে তৈরি বাষ্পীয় ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে।

১৮৩১চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেন।

১৮৭১ – প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

১৯০৬ – লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে।

১৯১১জন গণ মন, ভারতের জাতীয় সংগীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়।

১৯২৮ – মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়।

১৯৩৯ – তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।

১৯৪১ – জাপান কলকাতা ও ম্যানিলায় বোমাবর্ষণ করে।

১৯৪৫ – বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫ – ঐতিহাসিক মস্কো চুক্তিতে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়।

১৯৪৫জাতিসংঘের আন্তর্জাতিক অর্থ তহবিল বা ‘আইএমএফ’-এর কার্যক্রম শুরু হয়৷

১৯৪৯ – ইন্দোনেশিয়া গঠিত হয়।

১৯৫৫ – পেইচিং গুয়েন্ঠিন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়। ১৯৫৪ সালের এপ্রিল মাস থেকে এই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।১৯৬০ – জাপানের মন্ত্রীসভায় জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়।

১৯৭১ – মৌলভীবাজারের একটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণে[স্পষ্টকরণ প্রয়োজন] ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

১৯৭৪ – বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়।

১৯৭৮ – ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।

১৯৭৮ – চীন থেকে প্রথম দফায় ৫০জন পণ্ডিত ওয়াশিংটনে পৌঁছেন।

১৯৭৯- ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের (বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।

১৯৭৯– সোভিয়েত বাহিনীর আফগানিস্তানে প্রবেশ।

১৯৮৫- ফিলিস্তিনের সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে ১৪ জন নিহত আর ১১০ জন আহত হয়।

১৯৮৫- বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।

২০০২ – বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান পেইচিং মহা গণ ভবনে এবং চিয়াংসু আর শানতোং প্রদেশে অনুষ্ঠিত হয়।

জন্মদিন

১৫৭১ইয়োহানেস কেপলার, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। (মৃ. ১৬৩০)

১৭১৭ – ষষ্ঠ পায়াস, রোমান ক্যাথলিক পোপ।

১৭৯৭মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব,উর্দুফার্সি ভাষার কবি। (মৃ.১৮৬৯)

১৮২২লুই পাস্তুর, জীবাণুতত্ত্ববিদ। (মৃ. ১৮৯৫)

১৯২৬জেব-উন-নেসা জামাল, গীতিকার।

১৯২৭সুবল দাস, বাংলাদেশি সুরকার।

১৯৩১বদরুদ্দীন উমর, প্রাবন্ধিক।

১৯৩২শিবদাস বন্দ্যোপাধ্যায়, বাঙালি গীতিকার। (মৃ. ২০০৯)

১৯৩৫- সৈয়দ শামসুল হক, বাংলাদেশী কবি ও সাহিত্যিক।

১৯৩৫– রাবেয়া খাতুন, একুশে পদক বিজয়ী বাংলাদেশী লেখিকা। (মৃ. ২০২১)

১৯৪১- ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা।

১৯৪২আন্তোনিও থিসনেরস, পেরুভীয় কবি।

১৯৬৫সালমান খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৯৫জুনায়েদ আহমদ, রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ।

মৃত্যুদিন

১৫৮৫ – পিয়ের দ্য রঁসা, ফরাসি কবি।

১৯৭৯মণীশ ঘটক, বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক। (জ. ১৯০২)

১৯৮৮স্বামী গম্ভীরানন্দ, রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ। (জ.১৮৯৯)

১৯৯২ – প্রখ্যাত সঙ্গীত শিল্পী,সুরকার ও সঙ্গীত নির্দেশক ধনঞ্জয় ভট্টাচার্য।(জ.১৯২২)

১৯৯৬ – বি এম আব্বাস, পানিবিশেষজ্ঞ।

২০০২প্রতিমা বড়ুয়া পাণ্ডে, ভারতীয় লোকসঙ্গীত শিল্পী। (জ.১৯৩৫)

২০০৭বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

২০১০রমাপ্রসাদ বণিক, ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার। (জ.১৯৫৪)

২৭ ডিসেম্বর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ২৭ ডিসেম্বর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন: আজ ১৮ ডিসেম্বর : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

আরো পড়ুন : আট বছরে চার দফা মেয়াদ বাড়িয়ে সেতুর কাজ হয়েছে পাঁচ পিলার!

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *