গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: লাশ আনতে গিয়ে নিজেই লাশ হয়ে ফিরলেন হতভাগা সালাম খান (৩৮)। মঙ্গলবার রাত আটটার দিকে সালাম তার ফুফার লাশ আনতে ট্রলারযোগে গলাচিপার পানপট্টি লঞ্চঘাট যাচ্ছিলেন। এ সময় গলাচিপার আগুনমুখা নদীর মোহনায় চরকাজল ম্যানগ্রোভ ফরেস্টের কাছে ওই ট্রলারের সঙ্গে টিসিবির পণ্যবাহী একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। লাশ আনতে যাওয়া ট্রলারে আটজন যাত্রী ছিল। এর মধ্যে সবাই সাঁতরে তীরে ফিরলেও সালাম নিখোঁজ ছিলেন।
বুধবার সকাল ৭টার দিকে সালামের লাশ স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধার করে। পরে সালামের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান।
এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। নিহত সালাম উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. সায়েদ খানের ছেলে।
দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে আহত মনির বলেন, সালামের ফুফা আনসার বেপারি ঢাকায় একটি হাসপাতালে মঙ্গলবার মারা যান। তার লাশ গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়। আমরা ওই লাশ আনার জন্য একটি ট্রলার নিয়ে চরআগস্তি থেকে মঙ্গলবার সন্ধ্যার পর রওনা দেই। রাতে অন্ধকার থাকায় আমরা টর্স লাইট দিয়ে সংকেত দিতে দিতে পানপট্টি লঞ্চঘাটের দিকে যেতে থাকি। কিন্তু হঠাৎ আমাদের ট্রলারের সামনে টিসিবির পণ্যবাহী একটি স্টিলবডি ট্রলার আসতে থাকে। আমরা ডাকচিৎকার করলেও তারা কোনো সাড়া দেয় নাই। কিছু বুঝে ওঠার আগেই আমাদের ট্রলারের উপর স্টিলবডির ট্রলারটি উঠে যায়। আমরা সাঁতরে তীরে আসলেও সালামকে খুঁজে পাইনি। পরে আমাদের এলাকার সাবেক মেম্বার দেলোয়ার হোসেন কালামকে খবর দেই। তিনি পুলিশকে জানান।
চরবিশ্বাস ইউনিয়নের সাবেক মেম্বার দেলোয়ার হোসেন কালাম বলেন, মনির আমাকে মোবাইল ফোনে জানায় ট্রলার ডুবে গেছে। আমি অপর আরেকটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে এসে প্রশাসনকে খবর দেই। আমরা নিখোঁজ সালামকে খুঁজতে থাকি। কিন্তু বুধবার সকালে সালামের মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।
এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি মো. ফেরদৌস আলম খান বলেন, নিখোঁজ সালামের লাশ বুধবার সকাল ৭টায় আগুনমুখার মোহনা থেকে উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আরো পড়ুন : টানা তৃতীয়বারের মতো স্পিকার হলেন শিরীন শারমিন চৌধুরী