নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন ১৪ মন্ত্রী, ছয় প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রী। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল টেলিফোন করা হয়। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ঘোষিত নামগুলো পর্যালোচনা করে ১৪ মন্ত্রী, ছয় প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রীদের নাম পাওয়া যায়নি।
এবারের মন্ত্রিসভা থেকে যারা বাদ পড়লেন তারা হলেন- কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে এম মোমেন, পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিকমন্ত্রী ইমরান আহমেদ।
প্রতিমন্ত্রী থেকে বাদ পড়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্দিরা।
উপমন্ত্রী থেকে বাদ পড়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। এ ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পাননি। সরকারের তিনজন প্রতিমন্ত্রী নির্বচনে হেরেছেন। তারা হলেন- বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
আরো পড়ুন : এবারের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না: বিজয় সমাবেশে শেখ হাসিনা