গত বছর দেশে ৪৩১ শিশুকে হত্যা করা হয়েছে বলে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু অধিকার লঙ্ঘনবিষয়ক প্রতিবেদনে উঠে এসেছে। এতে বলা হয়, গত বছরের শেষ তিন মাসে হত্যার শিকার হয় ১১৪ শিশু। এ সময়ে নির্যাতনের শিকার হয় ২২৭ শিশু।
দেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আসক।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে হত্যার শিকার ১১৪ শিশুর মধ্যে ২৮ জনের বয়স ছয় বছরের কম। ১৯ জনের বয়স ৭ থেকে ১২ বছর। ৪৯ জনের বয়স ১৩ থেকে ১৮ বছর। ১৮ জনের বয়সের উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে আরও উঠে আসে, গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া হয় ৮৫ শিশুকে। এ তিন মাসে ধর্ষণের শিকার হয় ৫৯ মেয়েশিশু ও ৩২ ছেলেশিশু। আত্মহত্যা করে ২৫ শিশু।
আসকের চেয়ারপারসন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, বছরে ৪৩১ শিশু হত্যা মানে প্রতিদিন অন্তত একজন হত্যার শিকার হয়েছে। আমরা তাদের নিরাপদ সমাজ ও দেশ দিতে পারছি না। শিশু হত্যা ও নির্যাতনের ঘটনার তদন্ত এবং সুষ্ঠু বিচার হওয়া দরকার।
আরো পড়ুন : ৭ জানুয়ারির নির্বাচনে ‘জয় বাংলা’ তত্ত্বের জয় হয়েছে